
ছবি সংগৃহীত
ব্রণ সমস্যায় ভুগছেন? বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছেন না? প্রাকৃতিক সমাধানের খোঁজে অনেকেই অ্যালোভেরার ওপর ভরসা রাখেন। কিন্তু সত্যিই কি অ্যালোভেরা ব্রণ নিরাময়ে কার্যকর? নাকি এটি শুধুই প্রচলিত একটি ধারণা? বিশেষজ্ঞদের মতামত ও গবেষণালব্ধ তথ্য জানাতেই এই প্রতিবেদন।
অ্যালোভেরা জেল শত শত বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা ত্বকের জন্য উপকারী বলে দাবি করা হয়।
গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, যা ব্রণের অন্যতম কারণ। এতে থাকা ‘অ্যালোইন’ নামক একটি উপাদান ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে এবং ত্বককে শীতল রাখতে সহায়তা করে।
একটি গবেষণায় দেখা গেছে, অ্যালোভেরা ও টি ট্রি অয়েল একসঙ্গে ব্যবহার করলে ব্রণ দ্রুত সেরে যেতে পারে। তবে শুধু অ্যালোভেরা ব্যবহার করলে ব্রণ পুরোপুরি নির্মূল হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত প্রমাণ এখনও সীমিত।
কীভাবে ব্যবহার করবেন?
অ্যালোভেরা জেল: তাজা অ্যালোভেরা পাতা কেটে সরাসরি জেল বের করে ত্বকে লাগান।
অ্যালোভেরা ও লেবুর রস: কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে রাতে মুখে লাগিয়ে রাখুন, তবে সংবেদনশীল ত্বকে সাবধান।
অ্যালোভেরা ও মধু: মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ব্রণের বিরুদ্ধে লড়াই করে।
আশিক