
ছবি: সংগৃহীত
চুল পড়া বর্তমানে একটি কমন সমস্যা। বাজারে বিভিন্ন কেমিক্যাল ও কৃত্রিম উপাদান সমৃদ্ধ পণ্য ব্যবহার করলে অনেকসময় দেখা দেয় পার্শ্বপ্রতিক্রিয়া। তাই, প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ই হতে পারে এর উত্তম সমাধান।
চুর পড়া বন্ধের পাশাপাশি মাথায় নতুন চুল গজানোর ঘরোয়া কিছু উপায় হলো:
১. নতুন চুল গজানোর ক্ষেত্রে কার্যকর একটি উপাদান হলো মেথি।
প্রথমে পরিস্কার পানিতে দুই চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে উঠে তা ব্রেন্ট করে নিন। এবার সেই বাটা মেথি সরাসরি চুলে এবং মাথার ত্বকে ব্যবহার করুন। শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করলে নতুন চুল গজানোর শুরু হবে।
২. যদি শুধুমাত্র মেথি ব্যবহার করে উপকার না পান, তবে তার সাথে কালোজিরা মিশিয়ে নিতে পারেন। কালোজিরা গুঁড়া করে বিভিন্ন তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
৩. পেঁয়াজের ঝাঁজালো গন্ধ ভালো না লাগলেও, এটি চুলের জন্য বেশ উপকারী। পেঁয়াজের রস ব্যবহার করলে তা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এটি তৈরি করার জন্য পেঁয়াজ কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার ছেঁকে নিয়ে রসটুকু ব্যবহার করুন স্ট্যাম্পে।
৪. ত্বকের বিভিন্ন সমস্যা এমনকি রোগ সারাতে কাজ করে নিমপাতা। চুলের যত্নেও এটি সমান কার্যকরী। প্রথমে এক মুঠো নিমপাতা কে এক লিটার পানিতে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটি ছেঁকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। এটিকে চাইলে বোতলে সংরক্ষণ করতে পারেন। প্রতিবার শ্যাম্পুর পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল থাকবে পরিস্কার ও স্বাস্থোজ্জল।
মায়মুনা