ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

তেল মালিশে কি নতুন চুল গজায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২২ মার্চ ২০২৫

তেল মালিশে কি নতুন চুল গজায়?

তেলের মলিকিউলগুলো সাধারণত এত বড় হয় যে সেগুলো স্ক্যাল্পের ভেতরে যেখান থেকে গ্রোথ হচ্ছে সেখানে পৌঁছাতে পারে না। ফলে সরাসরি চুলের গ্রোথ কমানো বা বাড়ানোর ওপরে তেলের কোনো কার্যকারিতা নেই। কিন্তু যদি নিয়মিত তেল মালিশ করা হয় তাহলে স্ক্যাল্প টা ম্যাসেজ করা হয়। রক্ত সঞ্চালন বাড়ে, নিউট্রিয়েন্ট সাপ্লাই বাড়ে। ফলে চুল মজবুত হয়। 

তাছাড়া যদি কারো চুল সহজেই রুক্ষ হয়ে যায়, দূষণের কারণে চুল রুক্ষ হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে তেল চুলটাকে সুরক্ষিত রাখতে পারে। চুলকে সাস্থ্যকর রাখতে পারে। তাই তেল লাগালে চুল দেখতে ভালো লাগে। 

তবে এমন নয় যে তেল মালিশ করলে প্রচুর নতুন চুল গজিয়ে যাবে। 

স্ক্যাল্পের ধরণের উপর ভিত্তি করে তেলের প্রণালি করা হয়। কেউ কেউ সারা রাত চুলে তেল লাগিয়ে রাখে। আবার যাদের খুশকি রয়েছে তারা শুধু এক ঘন্টা লাগিয়ে রেখেই চুল ধুয়ে ফেলে। এভাবে চুলে তেল মালিশ একেক জনকে একেকভাবে উপকৃত করতে পারে। তবে তেল কখনো নতুন চুল গজাতে পারে না। 

মুমু

×