
ছবিঃ সংগৃহীত
রমজান প্রায় শেষের দিকে, ঈদও চলে এসেছে একদম দোরগোড়ায়। বাজারে এখন ঈদের কেনাকাটা জমে উঠেছে। ক্রেতারা নতুন কালেকশন দেখতে ও পছন্দের পোশাক কেনার জন্য ভিড় জমাচ্ছেন মার্কেটে।
বাজার ঘুরে দেখা গেছে, পোশাকের দাম খুব বেশি না হলেও কমও নয়। কিছু কিছু জায়গায় কিছু জামার দাম তুলনামূলক বেশি, তবে যেহেতু ঈদের সময় দাম সাধারণত একটু বেশি থাকে, তাই ক্রেতারা সেটা মেনে নিচ্ছেন।
এক ক্রেতা বলেন,
"সব পোশাকই পছন্দ হচ্ছে, কিন্তু বাজেটের বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। এখনো কেনাকাটা শেষ করিনি, আরও কিছু দেখব।"
এবারের ঈদ বাজারে পাকিস্তানি ড্রেসের চাহিদা সবচেয়ে বেশি। বেশিরভাগ মার্কেটেই পাকিস্তানি পোশাকের ভালো কালেকশন দেখা যাচ্ছে। এছাড়া পারসি ড্রেস ও আফগান ধুতি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এক বিক্রেতা জানান,
"আমার এখানে আফগান পোশাকের মধ্যে কাবলি বেশ ভালো বিক্রি হচ্ছে। এছাড়া সারা ও গারা ডিজাইনগুলোরও প্রচুর চাহিদা রয়েছে।"
শুরুতে বাজারে তুলনামূলক কম বিক্রি হলেও, এখন ধীরে ধীরে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। অনেকেই প্রথমে ঘুরে ঘুরে পছন্দ করছেন, পরে কিনছেন। ধারণা করা হচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যেই কেনাকাটা পুরোদমে শুরু হবে এবং বিক্রি আরও বাড়বে।
ঈদ বাজার জমে উঠতে শুরু করেছে, ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ব্যস্ত। তবে বাজেট ও পছন্দের মধ্যে সামঞ্জস্য রেখে কেনাকাটা করাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
ইমরান