ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

একই জায়গায় সিঁথি করে চুলের ক্ষতি করছেন না তো?

প্রকাশিত: ১৩:১৫, ২১ মার্চ ২০২৫

একই জায়গায় সিঁথি করে চুলের ক্ষতি করছেন না তো?

ছবি: সংগৃহীত

একটা সময় ছিল যখন মাথার মাঝ বরাবর সিঁথি করে পেছনে খোঁপা বা বেণী করে রাখতেন অনেকেই। যদিও কালের বিবর্তনে বাঙালির ফ্যাশন স্টেটমেন্টে জায়গা করে নিয়েছে একপাশের সিঁথি। তবে, সাজপোশাকের উপর ভিত্তি করে অনেকসময় আমরা সিঁথি পরিবর্তন করতে পারি।

যদিও দীর্ঘদিন একস্থানে সিঁথি করলে তা মাথা ও চুলের জন্য বয়ে আনতে পারে নেতিবাচক প্রভাব। একই জায়গায় সিঁথি করলে অনেকসময় সেই স্থানের চুলে টান পড়ে সেই স্থানে টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সিঁথি পরিবর্তন করা জরুরি।

শুধুমাত্র সিঁথি পরিবর্তন করে লুকের আমূল পরিবর্তন করা যায়। হালের তরুণীরা সিঁথি অদলবদল করেন প্রায়ই। সিঁথি পরিবর্তনে শুধুমাত্র সাজে ভিন্নতা আসে তাই নয়, আছে আরো নানা ধরণের উপকারিতা।

সিঁথি পরিবর্তন করলে সূর্যের অতিবেগুনী রশ্মি একই জায়গায় আঘাত করতে পারে না। একই জায়গায় সিঁথি করলে চিরুনির টানে একই জায়গায় বেশি চাপ পড়ে এবং সেই জায়গা থেকে চুল বেশি পড়ে‌। এতে সিঁথি মোটা হয়ে যায়।

অনেকে চিকন দাঁতের চিরুনি পছন্দ করেন। এটি নিয়মিত করা যাবে না। মাঝেমাঝে উল্টো করে আঁচড়ে পনি টেইল বা অন্য কোনো স্টাইলে চুল বাঁধা যায়। খূব ঘনঘন না হলেও প্রতি তিনমাসে একবার সিঁথির স্থান পরিবর্তন করে নিতে পারেন।

সূত্র: https://youtu.be/XmGCdZX8iQ0?si=vsYRmE93tu3syv4T

মায়মুনা

×