ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

শিশু কখন হাঁটা শিখে? শিশুর হাঁটতে দেরি হলে কী করবেন?

প্রকাশিত: ০৯:২০, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৯:২১, ২১ মার্চ ২০২৫

শিশু কখন হাঁটা শিখে? শিশুর হাঁটতে দেরি হলে কী করবেন?

ছবি: সংগৃহীত

একটি সুস্থ স্বাভাবিক শিশু সাধারণত চৌদ্দ মাস বয়সে দাঁড়াতে শিখে। খেয়াল করতে হবে বাচ্চার দেহে পর্যাপ্ত ভিটামিন ডি আছে কি না। এজন্য বাচ্চার পায়ের দিকে খেয়াল করতে হবে। জন্মের পর থেকে জটিল কোনো শারীরিক সমস্যা হয়েছে কি না তাও খেয়াল রাখতে হবে।

চৌদ্দ মাসে অনেক বাচ্চা দৌড়াতেও পারে আবার অনেক বাচ্চা শুধুই দাঁড়াতে পারে। তবে হাঁটা, দাঁত ওঠা ইত্যাদির পরিপূর্ণ বিকাশ হতে সময় লাগে মোট সতের মাস।

যদি চৌদ্দ মাস বা তার বেশি বয়সেও বাচ্চা ঠিকমত হাঁটতে না পারে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে অবশ্যই একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিন এবং বাচ্চার জন্য একটি পরিপূর্ণ ডায়েট চার্ট করে নিন।

সূত্র: https://youtu.be/KFA67ekUgrg?si=W2n56lD3SmALUbqe

মায়মুনা

×