ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে শিশুর বিকাশজনিত সমস্যা বুঝবেন

প্রকাশিত: ০৯:০১, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৯:২২, ২১ মার্চ ২০২৫

যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে শিশুর বিকাশজনিত সমস্যা বুঝবেন

ছবি: সংগৃহীত

শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কি না তা বুঝতে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে:

১. শিশুর দর্শন ইন্দ্রিয় অর্থাৎ চোখ ঠিক আছে কি না
২. বাচ্চাটির মুখে কোনো সমস্যা আছে কিনা। ঠোঁট, দাঁত, জিহ্বা তাদের কাজ করতে পারছে কি না। অথবা কথা ফুটতে অসুবিধা হচ্ছে কি না
৩. বাচ্চার শুনতে অসুবিধা আছে কি না
৪. বাচ্চাটির জন্মের সময় কোনো রোগে আক্রান্ত ছিল কি না।
৫. বাচ্চাটি কখনো এনআইসিইউ তে ভর্তি ছিল কি না।

যদি এই ধরণের কোনো ইতিহাস থাকে তাহলে আপনি বাচ্চার বিকাশজনিত সমস্যায় কিছু লক্ষণ দেখতে পাবেন:

১. বাচ্চাটির দেড়মাস বয়স হয়ে গেলেও চোখে চোখে তাকাচ্ছে না
২. মা যখন শিশুটিকে খাওয়ায় বা পরিচর্যা করে তখনও বাচ্চাটি তার মায়ের দিকে তাকাচ্ছে না
৩. বাচ্চাটির তিন থেকে চারমাস বয়স হয়ে গেলেও বাচ্চাটি ঘাড় শক্ত করে রাখতে পারে না
৪. চারমাস বয়স হয়ে গেলেও কোনো একটি খেলনা পেলে তা হাত দিয়ে ধরছে না
৫. চার থেকে সাতমাস বয়সেও বাচ্চাটি গড়াগড়ি বা হামাগুড়ি দেওয়া শেখে নি
৬. বাচ্চাটির বার মাস বয়স হলেও ঠিকঠাক শব্দ বলতে পারে না
৭. বার থেকে চৌদ্দমাস বয়সেও বাচ্চাটি ডাকলে সাড়া দিচ্ছে না
৮. বার থেকে চৌদ্দমাস বয়সেও বাচ্চাটি কোনোকিছু আঙ্গুল দিয়ে দেখাচ্ছে না

এসব লক্ষণ দেখলেই বুঝবেন আপনার সন্তানটি বিকাশজনিত সমস্যায় ভুগছে।

সূত্র: https://youtu.be/vA7NUw4uiBs?si=IPBV2rqAw61kVpjT

মায়মুনা

×