
ছবি সংগৃহীত
গরমের দিনগুলোতে মশার উপদ্রব বেড়ে যায় আর সেই সঙ্গে বাড়ে মশার কামড়ের যন্ত্রণা। কিন্তু কখনো কি ভেবেছেন, মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কেন? গবেষণায় দেখা গেছে, মশা বিশেষ কিছু রক্তের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট।
একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে যে, ‘O’ গ্রুপের রক্তধারীরা মশার বিশেষ শিকার। জাপানের একটি গবেষণা অনুসারে, O গ্রুপের রক্তধারীদের মশার কামড়ের সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেশি B বা A গ্রুপের তুলনায়। গবেষকরা জানিয়েছেন, ত্বকের নির্গত রাসায়নিক ও ঘামের সঙ্গে নির্দিষ্ট রক্তের গ্রুপের কিছু উপাদান মশাকে আকৃষ্ট করে।
বিশেষজ্ঞদের মতে, শরীর থেকে নির্গত ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড ও ঘামের রাসায়নিক উপাদান মশার জন্য আকর্ষণীয় হতে পারে। যাদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে বা যারা বেশি পরিশ্রম করে, তাদেরও বেশি মশা কামড়ায়।
তবে গবেষকরা এটাও বলছেন যে, মশা কেবল রক্তের গ্রুপের ভিত্তিতে মানুষকে কামড়ায় না। শরীরের তাপমাত্রা, ঘামের গন্ধ, এমনকি গর্ভবতী নারীদেরও বেশি মশা কামড়ানোর প্রবণতা দেখা যায়।
আশিক