ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

শিশুদের আত্মসম্মান কীভাবে কাজ করে?

প্রকাশিত: ১১:৪৫, ১৭ মার্চ ২০২৫

শিশুদের আত্মসম্মান কীভাবে কাজ করে?

ছবি: সংগৃহীত

আমরা যখন আত্মসম্মান নিয়ে কথা বলি, তখন সবসময় পূর্ণবয়স্ক ব্যাক্তির আত্মসম্মানকেই বুঝি। কিন্তু শিশুদেরও আত্মসম্মান আছে।
সম্মান, আদর এসব যে শিশুরা গভীরভাবে পর্যবেক্ষণ করে সেটি আমরা অনেকেই জানি না। প্রাপ্তবয়স্ক মানুষ কোনো ভুল করলে নিজে থেকে বুঝতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু শিশুরা ভুল করলে যখন আমরা তাদের বকাঝকা করি, খারাপ আচরণ করি বা অসম্মান করি তখন তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাই।

শিশুরা কোনো ভুল করলে দ্রুত তা চিহ্নিত করা এবং সংশোধনের পথটি তাকে বলা, ব্যাখ্যা করা উচিত। এমনভাবে বোঝাতে হবে যেন এই সঠিক পথটি সে নিজের মধ্যে নিতে পারে। এভাবে, শিশুরা এটিকে ইতিবাচকভাবে নেয়।

কোনো মানুষ যখন কোনোকিছু ইতিবাচকভাবে নেয় তখন সে সেখানে সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে। কারণ, আমরা দেখি ইতিবাচক মানসিকতার মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে। তারা তাদের কাজ ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছে। 

সুতরাং, শিশুরা কিছু বুঝতে না পারলে বা ভুল করলে বা ঠিক পদ্ধতিতে না করে আমরা তাদেরকে বকাঝকা করব না, তাদেরকে মানসিকভাবে সমর্থন করে ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করব। এতে শিশুটি শান্তভাবে বিষয়টি বুঝতে পারবে এবং পরবর্তীতে মনে রাখবে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে শিশুর বাবা মা, শিক্ষক ও তার বন্ধুবান্ধব। কারণ তারা যখন তাকে ভালো বলে তখন সে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে।

এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে-
১. তাকে বিভিন্নভাবে উত্তম বলা। উৎসাহ দেওয়া
২. ভালো কাজের জন্য পুরস্কৃত করা
৩. ভুলত্রুটিকে যত্ন সহকারে ধরিয়ে দেওয়া
৪. ভুল সংশোধনের পদ্ধতি শিখিয়ে দেওয়া
৫. কীভাবে সে সর্বোচ্চ সাফল্য পেতে পারে যে বিষয়গুলো তার সামনে বারবার উপস্থাপন করা

সূত্র: https://www.facebook.com/RebekaSultanaOfficial/videos/1027115361614937/

মায়মুনা

×