ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

উপকারী ভেষজ গাছ অ্যালোভেরা

প্রকাশিত: ০৮:১৫, ১৭ মার্চ ২০২৫

উপকারী ভেষজ গাছ অ্যালোভেরা

ছবি: সংগৃহীত

উপকারী ও ঔষধি গাছ অ্যালোভেরা, যার সঠিক ব্যবহার যেমন আপনাকে রাখবে সুস্থ তেমনি কাজে আসবে রূপচর্চায়।

রূপচর্চায় অ্যালোভেরার ৭ টি ব্যবহার হলো:

১. যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয় অ্যালোভেরা। এটি ত্বককে ভেতর থেকে ঠান্ডা ও পরিস্কার রাখে।

২. ত্বক নরম ও উজ্জ্বল রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। অ্যালোভেরা জেল হতে পারে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। বিশেষ করে গ্রীষ্মের এই গরমে অ্যালোভেরার হালকা এই জেল খুবই কার্যকর। এটি তেল চিটচিটে হয়ে না এবং ঘাম প্রতিরোধ করে।

৩. অ্যালোভেরা শ্যাম্পুর সাথে মিশিয়ে ছেলেও ব্যবহার করা যায়। এতে চুল হবে ঝলমলে। চাইলে সরাসরি জেলও ব্যবহার করতে পারেন। একঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন। অ্যালোভেরা জেল হতে পারে প্রাকৃতিক কন্ডিশনার।

৪. রোদে পুড়ে যাওয়া বা প্যানের সমযস্যায় ত্বকে অ্যালোভেরা জেল মেখে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বকের দীর্ঘদিনের কালো দাগও দূর হবে। এক্ষেত্রে অ্যালোভেরার সাথে কফি, মধু বা কাঁচা হলুদ ও মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক হবে উজ্জ্বল, কোমল ও স্বাস্থ্যকর।

৫. অ্যালোভেরা জেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে দিলে খুশকি দূর হয়। তাছাড়া নিয়মিত এটি করলে চুলের গোড়া হবে মজবুত।

৬. ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ব্রণ দূর হয়। ধীরে ধীরে দুর হয় ব্রণের অবাঞ্ছিত জাগো।

৭. ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে অ্যালোভেরা জেল। গোলাপ জলে সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকৈ ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং সজীব দেখায়।

সূত্র: https://youtu.be/UPuutpLrKlI?si=wUoEfQaAXPXsT9Zx

মায়মুনা

×