
হোম ডেলিভারির বিশ্বস্থ প্রতিষ্ঠান সুহৃদ ঈদ উপলক্ষে নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। অর্ডারের মাধ্যমে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে। সুহৃদ মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেররের পাঞ্জাবি শার্ট, পলো শার্ট, টি শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইন এ বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! এছাড়াও সুহৃদ কম মূল্যের, তারুণ্যনির্ভর, স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সুতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারী ডিজানের নিজস্ব উৎপাদিত পাঞ্জাবিও এনেছে। নানা রঙের মানসম্মত, আরামদায়ক এইসব পাঞ্জাবিগুলো পেতে হলে আপনাকে আসতে হবে রানার প্লাজা, ৩য় তলা, দোকান নং : ৫২, নবাববাড়ি রোড, বগুড়া। মাত্র ৪৯৯ থেকে ৬৯৯ টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ! সুহৃদ’র পেজ এ প্রতিদিনের নিত্যনতুন পোশাক দেখতে পাবেন এবং অর্ডারও করতে পারবেন। যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে ইনবক্স করুন অথবা বিস্তারিত জানতে হট লাইন : ০১৬৪৮ ১৪ ১৮ ৮৭। এছাড়াও অনলাইনে সেবা পেতে আমাদের নম্বর ০১৭১১ ৫১ ৫২৬১ (হোয়াটস এ্যাপ)