
ছবিঃ সংগৃহীত
প্রযুক্তির যুগে বেড়ে ওঠা জেনারেশন জেড প্রেম-ভালোবাসার ক্ষেত্রে এক নতুন ধারা সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তির সুবিধাকে ব্যবহার করেও তারা পুরনো দিনের রোমান্সের আবহ ফিরিয়ে আনতে আগ্রহী। হাতে লেখা চিঠি, প্লেলিস্ট তৈরি করে প্রিয়জনকে উপহার দেওয়া কিংবা আন্তরিক উপায়ে আবেগ প্রকাশের মাধ্যমে তারা তৈরি করছে এক ভিন্নধর্মী প্রেমের সংজ্ঞা।
প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আধুনিক প্রেম
জেনারেশন জেড-এর কাছে প্রযুক্তি কেবলমাত্র জীবনের অংশ নয়, বরং দৈনন্দিন জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য উপাদান। প্রেমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। টিন্ডার, বাম্বল ও হিঞ্জ-এর মতো ডেটিং অ্যাপ ব্যবহার করে তারা সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে।
এই অ্যাপগুলোর মাধ্যমে শুধু পরিচয় হওয়া নয়, বরং একই পছন্দ বা মূল্যবোধের ভিত্তিতে সঙ্গী খোঁজার সুযোগ পাচ্ছে তরুণরা। তবে, প্রেমের সংজ্ঞা কেবল অনলাইন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। অনেকেই ভার্চুয়াল আলাপের পর বাস্তব জীবনে সম্পর্কের গভীরতা খোঁজার চেষ্টা করছেন।
পুরনো দিনের প্রেমের পুনর্জাগরণ
যেখানে প্রযুক্তির ব্যবহার প্রেমের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে, সেখানে জেনারেশন জেড আবার ফিরিয়ে আনছে পুরনো দিনের ভালোবাসার ধারা। প্রেম প্রকাশের জন্য তারা শুধু ইমোজি বা টেক্সট মেসেজের ওপর নির্ভরশীল নয়, বরং হাতে লেখা চিঠি, মনের কথা জানিয়ে কিউরেট করা প্লেলিস্ট কিংবা ছোটখাটো উপহার দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে।
তাদের কাছে দামি উপহার বা বিলাসবহুল ডেটে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময় কাটানোর মানে। প্রিয়জনের সঙ্গে পার্কে বসে গল্প করা, বইয়ের দোকানে ঘুরে বেড়ানো কিংবা নিরিবিলি এক কাপ কফির আড্ডাই বেশি প্রাধান্য পাচ্ছে।
প্রযুক্তি আর ঐতিহ্যের ভারসাম্য
জেনারেশন জেডের কাছে প্রেম মানে শুধুই অ্যাপভিত্তিক আলাপ নয়, আবার শুধুই পুরনো দিনের প্রেমের অনুশীলনও নয়। তারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েও আন্তরিক সম্পর্ক গড়তে চায়।
দূরত্ব কমানোর জন্য ভিডিও কল, ভার্চুয়াল ডেট কিংবা অনলাইন একসঙ্গে সিনেমা দেখার অভ্যাস তৈরি হয়েছে। তবে, সম্পর্কের গভীরতা বজায় রাখতে তারা পুরনো দিনের ছোট ছোট অভ্যাস ফিরিয়ে আনছে, যেমন— হাতে লেখা চিঠি, ব্যক্তিগতভাবে তৈরি করা উপহার বা অর্থহীন কথোপকথনের বদলে গভীর সংলাপ।
নতুন যুগের নতুন প্রেম
জেনারেশন জেড নিজেদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে আরও বেশি আন্তরিক ও বাস্তবসম্মত হতে চায়। ‘শুধু ডেটিং অ্যাপের ওপর নির্ভর করে নয়, বরং প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের মিশেলে সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।’
এভাবেই নতুন প্রজন্ম তাদের ভালোবাসার প্রকাশকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করছে, যা আধুনিক যুগের সঙ্গে মানানসই হলেও পুরনো দিনের আবেগের ছোঁয়া ধরে রেখেছে।
রিফাত