ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

স্কিনকেয়ারে যেসব জিনিস অপ্রয়োজনীয়

প্রকাশিত: ১৪:৪৮, ১৩ মার্চ ২০২৫

স্কিনকেয়ারে যেসব জিনিস অপ্রয়োজনীয়

ছবি: সংগৃহীত

বাজারে স্কিনকেয়ারের যেসব জিনিসপত্র পাওয়া যায় এগুলো খুবই ব্যয়বহুল। তাই টাকা পয়সা খুবই বুঝে শুনে খরচ করতে হবে। যেসব জিনিস আসলে আমাদের কোনো উপকারে আসবে না, সেসব জিনিস কিনে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না।

প্রথম যে জিনিস কিনে টাকা খরচ করার দরকার নেই সেটা হচ্ছে স্ক্রাব

স্ক্রাব এবং এমন কোনো ফেসওয়াশ যার ভেতরে দানা দানা দানা দানা থাকে। যেটা মুখে মাখলে দানা দানা অনুভূত হয় মুখে কোনো শক্ত বা দানা দানা জিনিস দিয়ে আমি আমার মুখ কখনোই পরিষ্কার করবোনা কারণ এটা তো আমার স্কিনের জন্য ভালো নাই তার উপরে এই দানা দানা জিনিসগুলো ব্যবহার করলে ত্বকের উপরে ক্ষত সৃষ্টি হয় যেটাকে বলা হয় মাইক্রো টিয়ার। তারপরে ক্ষতর ভেতর দিয়ে ভেতরে ঢুকে ব্যাকটেরিয়া ঢুকে ওখানে ইনফেকশন তৈরি করে ব্রনের প্রবণতা বাড়ে ত্বকে ইনফ্লামেশনের তৈরি হয় লাল লাল ছোপছোপ দাগ পড়ে ওভারঅল। এটা স্কিনের কোন ধরনের কোনো উপকারে আসে না সো আমি কখনোই কোন ফিজিক্যাল স্ক্রাব বা এমন কোন ফেস ওয়াশ যেখানে দানা দানা কোন শক্ত জিনিস অনুভূত হয় সেই ধরনের কোন প্রোডাক্ট কিনে আমি আমার টাকা খরচ করবো না।

দ্বিতীয় যে জিনিসটা কিনে টাকা খরচ করার দরকার নেই সেটা হচ্ছে টোনার

অনেকেই শুনবেন যে এটা হচ্ছে এই টোনার এটা টোনার এটা ত্বককে স্কিনকে টানটান করে ময়েশ্চারাইজ করে। এগুলো আসলে কোনো ভিত্তি নাই কারণ যদি স্কিনের ময়েশ্চারাইজারের দরকার হয়, যদি স্কিনটাকে আমার আর্দ্র রাখার দরকার হয় তাহলে আমি ময়েশ্চারাইজার ইউজ করবো টোনার কেন ব্যবহার করব। আবার কোথাও কোথাও বলা হয় এটা স্কিনের একটা ব্যারিয়ার তৈরি করে। কেন ব্যারিয়ার তৈরি করবে এটা তো সানস্ক্রিন না। টোনার কোনো কাজের কোন জিনিস না। স্কিন কেয়ারের জন্য আপনার দরকার ক্লিনসার ময়েশ্চারাইজার সানস্ক্রিন রেটিনল এন্ড এক্সফোলিয়েশন। এই পাঁচটার কোনটাই টোনার করে না। 

তিন নম্বার হচ্ছে বিভিন্ন ধরনের মাস্ক
বাজারে শিট মাস্ক মাস্ক এই মাস্ক সেই মাস্ক ওই মাস্ক কিনে টাকা নষ্ট করা উচিত নি। কারণ ওই মাস্কটা ব্যবহার করতে হয় দিনে একবার ওই একবার ১০ মিনিটের জন্য ব্যবহার করা হয়। প্রত্যেক ২৮ দিনে এই স্কিনের সেলগুলোর টার্ন ওভার হয়। মানে পুরনো সেলগুলো ঝরে পড়ে যায় এবং নতুন সেলে তৈরি হয়। আপনি যদি ওই ১০ ঘন্টায় আমাদের এমন কিছু ব্যবহার করতে হবে যেটা স্কিনে অনেক লম্বা সময় ধরে থাকে যেমন কমপক্ষে সাত আট ঘন্টা বা ১০-১২ ঘন্টা থাকে এবং ওই জিনিসটা ব্যবহার করতে হয় দিনের পর দিন এটলিস্ট ছয় সপ্তাহ ব্যবহার না করলে আমরা কোনো জিনিসের উপকারিতা পাই না স্কিনের ক্ষেত্রে। সুতরাং, একটা শিট মাস্ক আপনি হয়তো সপ্তাহে ১০ মিনিটের জন্য ব্যবহার করবেন তাতে আশ্চর্যজনক কোন কাজে আসবে না।

সূত্র: https://youtu.be/PwVd_I6ZojY?si=wTvlNP8-OHC9Sa8q

মায়মুনা

×