
ছবি: সংগৃহীত
আমাদের জীবনের সাফল্য অনেকাংশে নির্ভর করে ব্যক্তিগত দক্ষতা ও আত্মোন্নয়নের ওপর। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে প্রতিনিয়ত দক্ষ করে গড়ে তোলা জরুরি। কিন্তু কীভাবে নিজেকে আরও যোগ্য করে তোলা সম্ভব? বিশেষজ্ঞদের মতে, কিছু কার্যকরী অভ্যাস গড়ে তুলতে পারলেই সাফল্যের পথ মসৃণ হয়।
নিজেকে যোগ্য করে তোলার ৫টি উপায়
১) নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ক্রমাগত নতুন দক্ষতা অর্জন করতে হবে। বই পড়া, অনলাইন কোর্স করা বা বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করা আপনার জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
২) আত্মবিশ্বাস বাড়ান
নিজের ওপর বিশ্বাস না থাকলে কোনো সুযোগই কাজে লাগানো সম্ভব নয়। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করুন এবং সেগুলো নিয়ে কাজ করুন।
৩) সময়ের সঠিক ব্যবহার করুন
যোগ্য হওয়ার জন্য সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থেকে গুরুত্বপূর্ণ কাজে বেশি মনোযোগ দিন। সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগালে দক্ষতা দ্রুত বাড়বে।
৪) যোগাযোগ দক্ষতা উন্নত করুন
সফল ব্যক্তিদের অন্যতম গুণ হলো কার্যকর যোগাযোগ দক্ষতা। স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করা, ভালো শ্রোতা হওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা—এই অভ্যাসগুলো আপনাকে আরও যোগ্য করে তুলবে।
৫) মানসিক দৃঢ়তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন
জীবনে নানা চ্যালেঞ্জ আসবেই, তবে সেগুলো কাটিয়ে ওঠার মানসিকতা গড়ে তুলতে হবে। ধৈর্যশীল ও ইতিবাচক মনোভাব আপনাকে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
নিজেকে যোগ্য করে তুলতে হলে প্রতিনিয়ত শেখার মানসিকতা ও আত্মোন্নয়নের ইচ্ছা থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারেন, যেখানে সুযোগ ও সফলতা দুটোই আপনার দিকে ধাবিত হবে।
শিলা ইসলাম