ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মধ্যবিত্তরা লোক দেখানো যেসব কাজ করে যা ধনীদের কাছে গুরুত্বহীন

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ মার্চ ২০২৫

মধ্যবিত্তরা লোক দেখানো যেসব কাজ করে যা ধনীদের কাছে গুরুত্বহীন

ছবি: সংগৃহীত

অনেক সময় মধ্যবিত্তরা তাদের বাজেটের বাইরে গিয়ে বিলাসবহুল জীবনযাপনের ছাপ দেখানোর চেষ্টা করে — কিন্তু সত্যিকারের ধনীরা এসব নিয়ে মাথা ঘামায় না। দেখে নিন সেই পাঁচটি জিনিস, যেগুলো মধ্যবিত্তরা স্ট্যাটাস দেখানোর জন্য কিনে, অথচ ধনীরা এসবকে একদমই গুরুত্ব দেয় না:

১. দামী ঘড়ি: গবেষণায় দেখা গেছে, অর্ধেকের বেশি মিলিয়নিয়ার কখনোই ২৩৫ ডলারের বেশি মূল্যের ঘড়ি কেনেননি। অথচ অনেক মধ্যবিত্ত মানুষ ব্র্যান্ডেড ঘড়ি যেমন রোলেক্সে কেনেন শুধুমাত্র সফল বলে দেখানোর জন্য।
২. বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক: ধনীরা সাধারণত ডিজাইনার পোশাকে টাকা নষ্ট করেন না। তাদের মধ্যে অনেকেই সাধারণ, সাশ্রয়ী পোশাককে প্রাধান্য দেন।
৩. নতুন দামি গাড়ি: জনপ্রিয় ধারণার বিপরীতে, ৬১% ধনী ব্যক্তি হোন্ডা, টয়োটা, বা ফোর্ড-এর মতো নির্ভরযোগ্য গাড়ি চালান। অন্যদিকে, অনেক মধ্যবিত্ত দেনা করে বিলাসবহুল গাড়ি কেনেন শুধুমাত্র স্ট্যাটাস দেখানোর জন্য।
৪. বড় বাড়ি: বড় বাড়ি মানেই বড় ঋণ। অনেক স্বনির্মিত ধনী সাধ্যের মধ্যে ছোট ও সাশ্রয়ী বাড়ি কেনেন। যেমন ওয়ারেন বাফেট এখনো ১৯৫৮ সালে কেনা ৩১,৫০০ ডলারের বাড়িতেই থাকেন।
৫. অতিরিক্ত খরচের বিয়ে: অনেক ধনী মানুষই সাদামাটা ও ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন। মার্ক জাকারবার্গ এবং ওয়ারেন বাফেট-এর মতো বিলিয়নিয়াররাও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন।া

পরিশেষে, আসল সম্পদ দামী জিনিসপত্রে নয় — আর্থিক নিরাপত্তায়। যেখানে মধ্যবিত্তরা স্ট্যাটাস দেখাতে অর্থ ব্যয় করে, ধনীরা সেখানে সঞ্চয়, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সফলতাকে গুরুত্ব দেন।

আবীর

×