ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অন্যের বাসায় গিয়ে যে ৭টি কাজ করলে সম্মান হারাবেন!

প্রকাশিত: ২৩:৫১, ১২ মার্চ ২০২৫

অন্যের বাসায় গিয়ে যে ৭টি কাজ করলে সম্মান হারাবেন!

ছবি: সংগৃহীত

আমাদের সামাজিক সংস্কৃতিতে অতিথি হিসেবে কারও বাসায় গেলে কিছু শিষ্টাচার মেনে চলা প্রয়োজন। তবে অনেকে না বুঝেই কিছু এমন আচরণ করে বসেন, যা তাদের ব্যক্তিত্বকে ছোট করে তোলে এবং অন্যদের বিরক্তির কারণ হয়। আসুন জেনে নিই, অতিথির বাসায় কোন কোন কাজ করলে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

১. অনুমতি ছাড়া ঘরের জিনিসপত্র হাতানো

অনেকেই অতিথি হয়ে অন্যের বাসায় গিয়ে অনুমতি না নিয়েই ড্রয়ার, ফ্রিজ বা আলমারি খুলে দেখা শুরু করেন। এটি খুবই অশোভনীয় আচরণ এবং এটি আপনাকে অন্যের চোখে ছোট করে তুলতে পারে।

২. খাবার নিয়ে অতিরিক্ত বাছাবাছি করা

কোনো অতিথির বাসায় গিয়ে খাবার নিয়ে অতিরিক্ত মন্তব্য করা, পছন্দ-অপছন্দ প্রকাশ করা বা খাবারের মান নিয়ে অভিযোগ করা দৃষ্টিকটু আচরণ। এটি স্বাগতিককে অপ্রস্তুত করে এবং আপনার রুচিহীনতার পরিচয় দেয়।

৩. অতিরিক্ত জোরে কথা বলা বা অপ্রাসঙ্গিক আলোচনা

অতিথির বাসায় গিয়ে উচ্চস্বরে কথা বলা, পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করা অথবা বিতর্কিত মন্তব্য করা অনুচিত। এটি আপনাকে অন্যদের চোখে ছোট করে তুলতে পারে।

৪. অযথা দীর্ঘক্ষণ বসে থাকা

অনেক সময় কিছু অতিথি প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটিয়ে দেন, যা স্বাগতিকের জন্য অস্বস্তিকর হতে পারে। ব্যস্ত সময়ে কারও ব্যক্তিগত সময় নষ্ট করাও শিষ্টাচারবহির্ভূত আচরণ।

৫. প্রযুক্তি নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা

অতিথির বাসায় গিয়ে যদি কেউ সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, তবে এটি স্বাগতিকের প্রতি অসম্মানজনক মনে হতে পারে। এতে বোঝায় যে আপনি তাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী নন।

৬. অপ্রাসঙ্গিক উপদেশ বা সমালোচনা করা

অনেক অতিথি বাসায় গিয়ে স্বাগতিকের সংসার, সন্তান বা আর্থিক অবস্থা নিয়ে অযাচিত পরামর্শ দিতে শুরু করেন। এটি শুধু বিরক্তিকরই নয়, অসম্মানজনকও বটে।

৭. বিদায় নেওয়ার সময় উপহার বা কিছু চাওয়া

অনেকেই বিদায়ের সময় বাসার কোনো জিনিস পছন্দ হলে তা চেয়ে বসেন, যা একেবারেই অনুচিত। এটি আপনাকে অন্যের চোখে ছোট করে ফেলতে পারে।

অতিথি হিসেবে শিষ্টাচার মেনে চলাই সবার উচিত। সৌজন্যতা, নম্রতা ও সংযত আচরণ আপনাকে সম্মানের আসনে বসাবে। অন্যদিকে, উপরের ভুলগুলো করলে আপনি নিজের মূল্যই কমিয়ে ফেলবেন। তাই অতিথি হয়ে কারও বাসায় গেলে ভদ্রতা বজায় রাখা উচিত, যাতে সম্পর্কের মাঝে সৌহার্দ্য বজায় থাকে।

আসিফ

×