ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

১০ সেকেন্ডে বুঝে নিন মানুষের ব্যক্তিত্ব!

প্রকাশিত: ২৩:২৭, ১২ মার্চ ২০২৫

১০ সেকেন্ডে বুঝে নিন মানুষের ব্যক্তিত্ব!

ছবি: সংগৃহীত

আপনি কি কখনো কাউকে প্রথম দেখাতেই বিচার করেন? নাকি কিছুক্ষণ কথা বলার পর তার প্রকৃত স্বভাব বুঝতে পারেন? মনোবিজ্ঞানীরা বলছেন, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই আপনি অনুমান করতে পারেন কারও ব্যক্তিত্ব! চলুন, জেনে নিই কীভাবে—

১. চোখের যোগাযোগ:

যারা আত্মবিশ্বাসী, তারা চোখে চোখ রেখে কথা বলে। বারবার দৃষ্টি এড়িয়ে গেলে বুঝবেন, তিনি লাজুক বা অনিরাপত্তার অনুভূতি নিয়ে আছেন।

২. কথা বলার ধরন:

কেউ যদি ধীরে, শান্ত স্বরে কথা বলে, তবে তিনি ধৈর্যশীল ও আত্মবিশ্বাসী। তাড়াহুড়া করে কথা বললে বুঝবেন, তিনি হয়তো চিন্তিত বা উদ্বিগ্ন।

৩. হাতের অঙ্গভঙ্গি:

হাত ব্যবহার করে কথা বলা প্রাণবন্ত ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। অন্যদিকে, হাত গুটিয়ে বসে থাকলে বোঝা যায়, তিনি সংরক্ষিত বা আত্মরক্ষামূলক মুডে আছেন।

৪. হাসির ধরন:

খোলামেলা, প্রাণবন্ত হাসি ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন। কিন্তু কেউ যদি শুধু ঠোঁট টেনে হাসেন, তাহলে বুঝতে হবে, হয়তো তিনি খুব সহজে মিশতে চান না।

৫. হাঁটার ভঙ্গি:

দ্রুত, সোজা ভঙ্গিতে হাঁটা আত্মবিশ্বাসের লক্ষণ, আর ঢিলেঢালা ভাবে হাঁটা অনুপ্রেরণার অভাব বা ক্লান্তির প্রকাশ

আসিফ

×