ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আপনি কি মেধাবী? সহজ উপায়ে বুঝে নিন আপনার বুদ্ধিমত্তা

প্রকাশিত: ১৯:৫৩, ১২ মার্চ ২০২৫

আপনি কি মেধাবী? সহজ উপায়ে বুঝে নিন আপনার বুদ্ধিমত্তা

ছবি: সংগৃহীত।

বুদ্ধিমত্তা শুধুমাত্র আইকিউ টেস্টের মাধ্যমে যাচাই করা যায় না। আমাদের স্বভাব ও অভ্যাসের মাধ্যমেও বোঝা যায়, আমরা কতটা বুদ্ধিমান। তাহলে, কিভাবে বুঝবেন আপনি সত্যিই মেধাবী কি না? জেনে নিন সহজ কিছু লক্ষণ—

পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা

আপনি যদি পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, তাহলে আপনি বুদ্ধিমানদের মধ্যে একজন। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী, প্রকৃত যোগ্যরাই টিকে থাকেন—আর যোগ্যতা প্রমাণের অন্যতম উপায় হলো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া।

পরিবেশ সম্পর্কে সচেতন থাকা

বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় আশপাশের ঘটনাগুলোর বিষয়ে খোঁজ-খবর রাখেন ও সচেতন থাকার চেষ্টা করেন। তারা নতুন কিছু জানার ব্যাপারে আগ্রহী এবং নিয়মিত নতুন বিষয় শিখতে চান।

রসবোধ ও হাসতে জানার ক্ষমতা

মনস্তত্ত্ববিদ নিলঞ্জনা পাল জানিয়েছেন, হাসতে পারা এবং অন্যকে হাসাতে পারা একটি দারুণ গুণ। বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণ বিষয়কেও মজার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন, যা তাদের সামাজিকভাবে আরও দক্ষ করে তোলে।

আপনার মাঝে যদি এই লক্ষণগুলো থাকে, তাহলে ধরে নিতে পারেন—আপনিও একজন বুদ্ধিমান ব্যক্তি

সায়মা ইসলাম

×