ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভালো মানুষের মুখোশ পরা প্রতারকদের চিনবেন যেভাবে!

প্রকাশিত: ১৩:২৩, ১২ মার্চ ২০২৫

ভালো মানুষের মুখোশ পরা প্রতারকদের চিনবেন যেভাবে!

ছবি: সংগৃহীত।

আমরা সবাই চাই আশেপাশে ভালো মানুষ থাকুক, কিন্তু সবসময় সবাই সত্যিকারের ভালো হয় না। কিছু মানুষ আছেন, যাঁরা কৃত্রিম ভদ্রতা আর দয়ার মুখোশ পরে নিজেদের ভালো মানুষ হিসেবে উপস্থাপন করেন। তাঁদের আসল চরিত্র বুঝতে অনেক সময় লেগে যায়, কিন্তু কিছু বিশেষ আচরণ লক্ষ্য করলে সহজেই চিনে ফেলা যায়। চলুন জেনে নিই, এই ধরনের মানুষের ৯টি সাধারণ স্বভাব।

১. অতিরিক্ত প্রশংসা করা
এই ধরনের মানুষ সবসময় অন্যদের প্রশংসা করতে ভালোবাসে, কিন্তু তাদের প্রশংসার পেছনে থাকে ব্যক্তিগত স্বার্থ। তাঁরা এমনভাবে কথা বলেন যেন তাঁরা আপনাকে ভালোবাসেন, কিন্তু প্রয়োজন ফুরোলেই বদলে যান।

২. দয়া দেখিয়ে স্বার্থ হাসিল করা
তাঁরা যেকোনো উপায়ে নিজেদের উদার হিসেবে তুলে ধরতে চান। কিন্তু গভীরে গেলে বোঝা যায়, তাঁদের সহানুভূতির পেছনে রয়েছে লুকানো স্বার্থ। তাঁরা দান করেন, সাহায্য করেন, কিন্তু বিনিময়ে কিছু আশা করেন।

৩. অন্যদের সামনে ভালো, কিন্তু আড়ালে অন্যরকম
এই ধরনের মানুষ প্রকাশ্যে দয়ার অবতার হলেও, একান্তে তাঁদের প্রকৃত রূপ বেরিয়ে আসে। তাঁরা অন্যদের সামনে খুবই ভালো ব্যবহার করেন, কিন্তু সুযোগ পেলেই পিছনে খারাপ কথা বলেন।

৪. সবসময় নিজেকে ভালো প্রমাণের চেষ্টা
তাঁরা সবসময় চান সবাই তাঁদের ভালো মানুষ হিসেবে জানুক। তাই তাঁরা নিজেদের দোষ কখনো স্বীকার করেন না এবং সবসময় অন্যদের ভুল খোঁজার চেষ্টা করেন।

৫. গোপনে হিংসা পোষণ করা
তাঁদের হৃদয়ের গভীরে অন্যদের সাফল্য দেখে হিংসা হয়। কিন্তু তাঁরা সেটা সরাসরি প্রকাশ না করে মুখে মিষ্টি কথা বলেন এবং আড়ালে নিন্দা করেন।

৬. দরকার ফুরোলেই দূরে সরে যাওয়া
এই মানুষগুলো তখনই আপনার পাশে থাকে, যখন তাঁদের প্রয়োজন হয়। কাজ হয়ে গেলে বা নতুন কোনো সুযোগ এলে তাঁরা সহজেই দূরে সরে যান।

৭. নাটকীয়তা ভালোবাসা
তাঁরা তাঁদের জীবনকে এমনভাবে উপস্থাপন করেন যেন তাঁরা সবসময় দুঃখী, নির্দোষ এবং নিপীড়িত। তাঁদের এই নাটকীয়তা দিয়ে তাঁরা মানুষের সহানুভূতি আদায় করেন।

৮. দোষ স্বীকার না করা ও অজুহাত দেওয়া
তাঁরা কখনো নিজেদের ভুল স্বীকার করতে চান না। বরং নিজেদের রক্ষা করতে মিথ্যা বলা, অন্যের ওপর দোষ চাপানো এবং নানা অজুহাত দেওয়া তাঁদের অভ্যাস।

৯. অন্যদের ওপর নিয়ন্ত্রণ রাখতে চাওয়া
তাঁরা চাইবেন, সবকিছু তাঁদের ইচ্ছামতো চলুক। কখনো সরাসরি, কখনো পরোক্ষভাবে তাঁরা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাঁদের কথার বিরুদ্ধে গেলে তাঁরা নানা কৌশলে মানসিক চাপ সৃষ্টি করেন।


আমাদের চারপাশে এমন মানুষের সংখ্যা কম নয়, কিন্তু সতর্ক থাকলে তাঁদের চিনে নেওয়া সম্ভব। সত্যিকারের ভালো মানুষ কখনো ভালো হওয়ার ভান করেন না; তাঁদের আচরণে আন্তরিকতা ও সততা প্রকাশ পায়। তাই কারও চেহারা বা কথার মাধুর্য দেখে নয়, বরং তাঁদের কাজ ও মনোভাব বিচার করে বোঝার চেষ্টা করুন—তাঁরা সত্যিই ভালো মানুষ কি না।

নুসরাত

×