ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে প্রথমবারের মতো রমজানের শুভেচ্ছা

প্রকাশিত: ১৯:০৩, ১০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৬, ১০ মার্চ ২০২৫

বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে প্রথমবারের মতো রমজানের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

জার্মানির বার্লিন সিটি কর্পোরেশন ভবনে এই প্রথমবারের মতো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছাবার্তা প্রদর্শিত হয়েছে। 'রামাদান করিম' শিরোনামের এই বার্তাটি ভবনের প্রবেশমুখে স্থাপন করা হয়েছে, যা পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও রোজা এবং মুসলমানদের সম্মানে বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে আয়োজন করা হয় ইফতার মাহফিল। যেখানে জার্মানির মুসলমান সহ অন্যান্য সকল ধর্মের লোক অংশগ্রহণ করেন।

এই উদ্যোগ অভিবাসী মুসলমানদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে, যারা এই ধরনের স্বীকৃতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে 'মাহে রমজান' লেখা সাইনবোর্ড স্থাপনের ফলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে খুশি প্রকাশ পেয়েছে। এই পদক্ষেপটি জার্মানিতে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফারুক

×