ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

মানুষ কেন নিজের মত কাউকে বেশি পছন্দ করে? 

প্রকাশিত: ১৭:২৭, ১০ মার্চ ২০২৫

মানুষ কেন নিজের মত কাউকে বেশি পছন্দ করে? 

ছবি: সংগৃহীত

আমরা অনেক সময় লক্ষ্য করি, আমাদের বন্ধুবান্ধব, জীবনসঙ্গী বা প্রিয় মানুষদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনোভাবে আমাদের মতোই হন। তারা হয়তো আমাদের চিন্তাধারা, রুচি, আচরণ কিংবা ব্যক্তিত্বের সঙ্গে মিল রাখেন। প্রশ্ন হলো, কেন আমরা নিজের মতো মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হই?  

বিজ্ঞান বলছে, যখন আমরা এমন কাউকে পাই, যার চিন্তাভাবনা আমাদের মতো, তখন আমাদের মধ্যে এক ধরনের স্বস্তির অনুভূতি তৈরি হয়।  

মানুষ সাধারণত এমন কিছু বা কাউকে বেশি পছন্দ করে যা তার পরিচিত এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে। যদি কেউ আমাদের মতো চিন্তা করে, আমাদের মতো কথা বলে বা একই ধরনের অভ্যাস অনুসরণ করে, তবে আমরা স্বাভাবিকভাবেই তার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলি।  

নিজের মতো মানুষের সঙ্গে সময় কাটানো সহজ হয়, কারণ আমাদের মধ্যে অনেক বিষয়েই মিল থাকে। একই রকম চিন্তা বা রুচির কারণে কম মতবিরোধ হয় এবং কম বিভ্রান্তি তৈরি হয়। এটি সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।  

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত তাদের সমাজ, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে মিল আছে এমন ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয়। এটি মূলত মানসিক নিরাপত্তা ও আরামের অনুভূতি থেকে আসে।  

কাউকে নিজের মতো মনে হলে, তাকে পছন্দ করা মূলত নিজের ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবেই কাজ করে। এটি এক ধরনের আত্ম-প্রত্যয় তৈরি করে, যেখানে আমরা নিজেদের আরও গ্রহণযোগ্য ও সঠিক মনে করি।  

যারা একই সামাজিক বা পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন, তাদের মধ্যে সাধারণত চিন্তাধারা ও মূল্যবোধের মিল বেশি থাকে। তাই বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।  

নিজের মতো কাউকে বেশি পছন্দ করা একেবারে স্বাভাবিক এবং এটি মানব মস্তিষ্কের কাজ করার ধরন থেকেই আসে। এটি আমাদের সামাজিক জীবন সহজ করে এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও মজবুত করে তোলে। 

শিলা ইসলাম

×