
কোন মানুষ কেমন পোশাক পরেন, কী রঙের পোশাক পরেন, তার উপর সেই ব্যক্তির চরিত্রের অনেক কিছু নির্ভর করে। আজ আমরা বলব, কালো রঙের পোশাক পরতে ভালবাসেন যাঁরা, তাঁদের চরিত্রের ভাল-মন্দ দিক সম্পর্কে।
কালো পোশাক পরতে অনেকেই ভালবাসেন। পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে হ্যাং আউট, অনেকেই কালো পোশাকেই নিজেকে সাজাতে ভালবাসেন! তবে জানেন কি, কালো রঙের পোশাক পরতে যাঁরা ভালবাসেন, তাঁদের নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে।কালো রঙের পোশাক পরা মানুষরা নিয়ম-কানুন মেনে চলতে পছন্দ করেন। কাজের জায়গায় ঠাট্টা-ফাজলামো করতে তাঁরা একেবারেই পছন্দ করেন না।
এই ধরণের মানুষরা অপরিচিত মানুষদের সঙ্গে খুব একটা মেলামেশা করতে পছন্দ করেন না। এমনকী নিয়মানুবর্তী ও শৃঙ্খলাপরায়ণ হয় তাঁরা।কালো পেশাক পরতে ভালবাসেন যাঁরা, তাঁরা দায়িত্ব পালন করেন নিষ্ঠাভরে। দায়িত্ববোধ সম্পর্কে তাঁরা সর্বদা সচেতন।
কালো রঙ পছন্দ করেন যাঁরা, তাঁরা আকর্ষণের কেন্দ্রে থাকতে ভালবাসেন। এই মানুষরা নিজেদের মানসিকভাব শক্তভাবে গড়ে তোলেন। ফলে সহজে কোনও সমস্যা তাঁদের বিব্রত করতে পারে না।
রাজু