ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

জেনারেশন জেড-এর ১১টি স্ট্যাটাস সিম্বল,যা পুরোনো প্রজন্মের কাছে অর্থহীন

প্রকাশিত: ২১:৫৭, ৪ মার্চ ২০২৫

জেনারেশন জেড-এর ১১টি স্ট্যাটাস সিম্বল,যা পুরোনো প্রজন্মের কাছে অর্থহীন

ছ‌বি: সংগৃহীত

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য ও সামাজিক মর্যাদার চিহ্নও পরিবর্তিত হয়। আগের প্রজন্ম যেখানে বিলাসবহুল গাড়ি, ব্র্যান্ডেড পোশাক কিংবা দামি গহনায় সামাজিক অবস্থান প্রকাশ করত, সেখানে বর্তমানের তরুণ প্রজন্ম বা জেনারেশন জেড সম্পূর্ণ ভিন্ন কিছুকে স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখছে।

বর্তমানে জেনারেশন জেড-এর বেশিরভাগ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এক গবেষণা অনুসারে, প্রায় ৬০% তরুণেরই কোনো জরুরি সঞ্চয় নেই। তাই তাদের সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা নতুন কিছু উপাদান পুরোনো প্রজন্মের কাছে হয়তো মূল্যহীন মনে হতে পারে।

নিচে এমনই ১১টি স্ট্যাটাস সিম্বল দেওয়া হলো, যা জেনারেশন জেড-এর কাছে গুরুত্বপূর্ণ হলেও পুরোনো প্রজন্মের কাছে ততটা অর্থবহ নয়—

১. প্রিমিয়াম গ্রোসারি শপিং
জেনারেশন জেড তাদের খাবারের অভ্যাসে বড় পরিবর্তন এনেছে। তারা পুষ্টিকর খাবার ও অর্গানিক পণ্য কেনাকাটাকে গুরুত্ব দিচ্ছে। একদিকে স্বাস্থ্য সচেতনতা, অন্যদিকে প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি নেওয়ার মাধ্যম হিসেবে তারা বিলাসবহুল সুপারমার্কেট থেকে বাজার করা ও নিজ হাতে রান্নাকে মর্যাদার প্রতীক মনে করছে।

২. সেকেন্ড-হ্যান্ড বা পুরনো বিলাসবহুল পোশাক
নতুন পোশাকের বদলে পুরনো বা সেকেন্ড-হ্যান্ড বিলাসবহুল পণ্য কেনার প্রবণতা বেড়েছে। টেকসই পণ্য ব্যবহারের ওপর জোর দেওয়ার পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যে তারা ব্র্যান্ডেড পোশাক, ব্যাগ বা আনুষঙ্গিক জিনিসপত্র থ্রিফট শপ বা অনলাইন মার্কেটপ্লেস থেকে কিনছে।

৩. ভ্রমণ অভিজ্ঞতা
আগের প্রজন্ম বিলাসবহুল বাড়ি বা গাড়িকে গুরুত্ব দিলেও জেনারেশন জেড অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এক সমীক্ষা বলছে, অনেক তরুণই বাড়ি কেনার চেয়ে ভ্রমণের জন্য ঋণ নিতে রাজি।

৪. অ্যাপল আইফোন
জেনারেশন জেড-এর কাছে স্মার্টফোন মানেই আইফোন। এক জরিপে দেখা গেছে, ৮৭% তরুণের কাছে আইফোন রয়েছে, যা তাদের জন্য সামাজিক মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

৫. ডিসপোজেবল ইনকাম বা অতিরিক্ত খরচের সামর্থ্য
অতিরিক্ত ব্যয়ের সামর্থ্য অনেক তরুণের কাছেই এক ধরনের সামাজিক মর্যাদার চিহ্ন। অর্থনৈতিক চাপের কারণে অনেকেই বাড়তি খরচের সুযোগ পায় না, তাই যারা নির্দ্বিধায় খরচ করতে পারে, তাদেরকে সফল মনে করা হয়।

৬. দামি বিউটি প্রোডাক্ট
ডাইসন হেয়ার ড্রায়ারের মতো ব্যয়বহুল বিউটি পণ্য এখন তরুণদের স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব ও সৌন্দর্য সচেতনতার কারণে দামি বিউটি প্রোডাক্ট ব্যবহারকে তারা আর্থিক স্বাচ্ছন্দ্যের প্রতীক হিসেবে দেখে।

৭. কসমেটিক সার্জারি ও বটক্স
সৌন্দর্যচর্চার অংশ হিসেবে জেনারেশন জেড তরুণ বয়সেই বটক্স ও কসমেটিক সার্জারির দিকে ঝুঁকছে। এটি এখন তাদের জন্য সাধারণ ব্যয়ের অংশ হয়ে উঠছে, যা পুরোনো প্রজন্মের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে।

৮. ব্যয়বহুল ওয়ার্কআউট ক্লাস
ফিটনেসের জন্য হট যোগা ও পাইলেটস ক্লাসের জনপ্রিয়তা বেড়েছে। যদিও এগুলোর খরচ অনেক বেশি, তবু সামাজিক মেলামেশার সুযোগ থাকায় তরুণরা এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে।

৯. স্টাইলিশ ও ব্যক্তিগতভাবে সাজানো বাসস্থান
জেনারেশন জেড ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হিসেবে বাসস্থানের সাজসজ্জায় গুরুত্ব দেয়। তবে বেশিরভাগ তরুণ আর্থিক সমস্যার কারণে এই সুযোগ পায় না, ফলে এটি একপ্রকার বিলাসিতা হয়ে উঠেছে।

১০. সহজলভ্য চিকিৎসাসেবা
উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে তরুণরা প্রয়োজন থাকলেও চিকিৎসা গ্রহণ করতে পারছে না। তাই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়া অনেকের কাছেই একধরনের বিলাসিতা ও মর্যাদার বিষয় হয়ে উঠেছে।

১১. সামাজিক কার্যক্রম ও কমিউনিটি ইভেন্ট
তৃতীয় স্থান, অর্থাৎ ক্যাফে বা পাবলিক পার্কের মতো স্থান যেখানে মানুষ বিনামূল্যে সামাজিক মেলামেশা করতে পারে, তা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। ফলে বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানো বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাও এক ধরনের আর্থিক সামর্থ্যের প্রতীক হয়ে উঠেছে।

জেনারেশন জেড-এর এই নতুন স্ট্যাটাস সিম্বলগুলো তাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। বিলাসবহুল পণ্য বা জমিজমার চেয়ে তারা স্বাস্থ্যের যত্ন, সামাজিক সংযোগ, ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি মূল্য দিচ্ছে। তবে পুরোনো প্রজন্মের কাছে এই পরিবর্তন অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় মনে হতে পারে।

ফয়সাল

×