ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আপনার পায়ের পাতার গড়ন কেমন? এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের রহস্য

প্রকাশিত: ২০:৪৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫০, ৪ মার্চ ২০২৫

আপনার পায়ের পাতার গড়ন কেমন? এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের রহস্য

ছবি: সংগৃহীত।

মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, ঠিক তেমনি পায়ের পাতার গঠনও ব্যক্তিত্বের ইঙ্গিত দিতে পারে। গবেষণায় দেখা গেছে, পায়ের পাতার দৈর্ঘ্য ও আকৃতির সঙ্গে ব্যক্তির স্বভাবের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পায়ের গঠন দেখে ব্যক্তিত্ব, আইকিউ, দক্ষতা, সম্ভাব্য ক্যারিয়ার পথ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং ক্রীড়াগত সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। জনপ্রিয় "টো পার্সোনালিটি টেস্ট" মাত্র তিন মিনিটের মধ্যে একজন ব্যক্তির বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে।

পায়ের পাতার গঠন সাধারণত তিনটি ভাগে বিভক্ত: ওয়ারিয়র টোজ, স্ট্রেচড টোজ এবং ওয়াইড-সেট টোজ।

ওয়াইড-সেট টোজ: যা "ট্র্যাভেলার্স ফুট" নামেও পরিচিত, প্রাণোচ্ছল ও সাহসী ব্যক্তিত্বের প্রতীক। এই ধরনের পায়ের গঠন থাকা ব্যক্তিরা সাধারণত কঠোর পরিশ্রমী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং কর্মঠ হন। তারা ভ্রমণ, ইভেন্ট ম্যানেজমেন্ট, আইন প্রণয়ন, সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়তে পারেন। এছাড়া, তারা অনুসন্ধিৎসু ও রোমাঞ্চপ্রেমী হয়ে থাকেন এবং সব সময় সক্রিয় থাকতে ভালোবাসেন।

স্ট্রেচড টো: এমনটা যাঁদের থাকে, তাঁরা সাধারণত গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। বুদ্ধিদীপ্ত আলাপচারিতা, স্বাধীনতা এবং গোপনীয়তা এঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই ধরনের গুণগুলি এঁদের কেরিয়ারে শক্তিশালী এবং স্বাবলম্বী করে তোলে। তাঁরা সাধারণত নিজেদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে আলাদা রাখতে পছন্দ করেন। এমন অবস্থান এঁরা পছন্দ করেন, যা তাঁদের স্বাধীন ভাবে কাজ করার অনুমতি দেয়। কেরিয়ারের ক্ষেত্রে যুক্তিতর্ক, বিশ্লেষণ অথবা গবেষণাই এঁদের জন্য আদর্শ। ব্যক্তিগত সময় এবং স্পেস এঁদের বেশি পছন্দ।

ওয়ারিয়র টোজ: যাঁদের সাধারণত দীর্ঘ এবং বড় আকারের পায়ের পাতা, তাঁরাই ওয়ারিয়র টোজ-এর অধিকারী হন। এঁদের ব্যক্তিত্বে একটা গতিশীলতা রয়েছে। নেটওয়ার্কিং এবং টিম ওরিয়েন্টেড কাজে এঁদের জুড়ি মেলা ভার। যেসব অবস্থানে সামাজিক যোগাযোগ অথবা নেতৃত্ব প্রদানের প্রয়োজন, সেই সব পদই এঁদের জন্য আদর্শ। রাজনীতি, পাবলিক রিলেশনস অথবা মার্কেটিংয়ের জগতে এঁরা ঔজ্জ্বল্য ছড়িয়ে দিতে পারেন। সব মিলিয়ে যে কোনও পার্টিতেই মধ্যমণি হন এঁরা। কারণ সকলকে এক করে রাখার ক্ষমতা এঁদের মধ্যে রয়েছে।

সায়মা ইসলাম

×