
ছবি: সংগৃহীত
বর্তমানে প্রফেশনাল কারণে বা শখের কারণেই অনেকে সারাদিন কানে হেডফোন লাগিয়ে রাখেন। কাজের সুবাদে, গেমিং বা গান শুনতে অনেকেই হেডফোন ব্যবহার করেন। সাধারণত তরুণদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। তবে এর মাত্রাতিরিক্ত ব্যবহার কানের এমনকি মস্তিষ্কেরও ক্ষতি করতে পারে।
ইয়ারফোন একদম বহিকর্ণের সাথে লেগে থাকে, তাই এর শব্দ বাইরে বের হতে পারে না। ফলে পুরো শব্দটাই কানের পর্দায় আঘাত করে। এ থেকে কানের শ্রবণক্ষমতা কমে যায়, এটিকে সেন্সরনিউরাল হেয়ারিং লস বলে।
বেশি শব্দে ইয়ারফোন বা হেডফোন ব্যবহারের ফলে কানে হালকা থেকে তীব্র ব্যাথা অনুভূত হয়। এ থেকে কানের পর্দা বা বাইরের অংশে ইনফেকশনও হতে পারে। তাছাড়া, কানে অনেক সময় ডিজিনেস বা ভারসাম্যহীনতা দেখা যায়।
উচ্চস্বরে কানে ইয়ারফোন বা হেডফোন দিয়ে চলাফেরা করলে অনেকসময় অন্যমনস্ক থেকে দুর্ঘটনাও ঘটতে পারে।
এছাড়া কানে অবাঞ্ছিত বা শোঁ শোঁ শব্দ হতে পারে যাকে টিনিটাস বলা হয়।
প্রয়োজনে হেডফোন ব্যবহার করলেও টানা অনেক্ষণ বা তীব্র শব্দে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার না করার পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরেও, কানের সমস্যা বা ব্যাথা জটিল হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মায়মুনা