ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আপনার বদঅভ্যাস কি বদলাতে পারছেন না? অনুসরণ করুন এই ধাপগুলো

প্রকাশিত: ১২:৩১, ৩ মার্চ ২০২৫

আপনার বদঅভ্যাস কি বদলাতে পারছেন না? অনুসরণ করুন এই ধাপগুলো

অনেকেই নিজের বদঅভ্যাস পরিবর্তন করতে চান, কিন্তু কিছুদিন চেষ্টা করার পর হাল ছেড়ে দেন।

* ঠিক কোন অভ্যাসটা আমরা বদলে ফেলতে চাচ্ছি, তা নির্ধারণ করা।

* নিজের সামনে কাজের স্পষ্ট লক্ষ্য-উদ্দেশ্য ঠিক করা।

* সময়সীমা বেঁধে দেওয়া।

* প্রতিদিন একটু একটু করে পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া।

* যে খারাপ অভ্যাসটি আমরা বদলে ফেলতে চাচ্ছি, তার বিকল্প হিসেবে আরেকটি ভালো অভ্যাস নিজের মধ্যে সঞ্চার করা।

* ভালো মানুষের সঙ্গ অবলম্বন করা।

রাজু

×