ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

জেনে নেই চালকুমড়ো পাতা দিয়ে সয়াবড়ি বাটা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ১ মার্চ ২০২৫

জেনে নেই চালকুমড়ো পাতা দিয়ে সয়াবড়ি বাটা

ছবি; সংগৃহীত

শরীরের প্রয়োজনীয় প্রোটিন কোথা থেকে আসবে? মাছ-মাংস-ডিমে যে প্রোটিন অনেকখানি পাওয়া যায়, তা নিরামিষে পেতে হলে ভরসা করতে হয় ডাল, পনির, সয়াবিন, দুধ, দইয়ের উপর। এর মধ্যে দুধ-দই রান্নার মূল উপকরণ নয়। ফলে হাতে পড়ে রইল তিন। সয়াবিন যেমন দামে সহজলভ্য, গুণেও এগিয়ে। আবার যাঁরা দুগ্ধজাত খাবার খেতে পারেন না, তাদের জন্যও নিরামিষ প্রোটিনের জোগানদার।

অথচ সয়াবিন দিয়ে রান্নাবান্নার কথা হলে খুব বেশি ধরনের রান্নার কথা মনে আসে না। সয়াবিনের বড়ি দিয়ে রান্নায় পরীক্ষানিরীক্ষা করা হয় না বিশেষ। একঘেয়ে আলু সয়াবিনের তরকারি না রেঁধে সয়াবিন দিয়েও চাইলে নানা রকমের রান্না করা যায়। তেমনই একটি খাবার চালকুমড়ো পাতা দিয়ে সয়াবড়ি বাটা।

রান্নার ধরন খানিকটা পাতুরির মতো। আবার সয়াবড়ি বাটা বললেও ভুল হয় না। রান্নাটি ভাতের হাঁড়িতে আলু সেদ্ধ করার মতোও করা যায়। তাই একে সয়াবিন ভাতেও বলা যেতে পারে। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি এই খাবার যেমন সুস্বাদু, তেমন পুষ্টিকরও।

কী ভাবে বানাবেন?

উপকরণ:

১০০গ্রাম সয়াবিনের বড়ি

১ টেবিল চামচ সর্ষে বাটা

১ টেবিল চামচ পোস্ত বাটা

২ টেবিল চামচ নারকেল বাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা

৩ টেবিল চামচ সর্ষের তেল

১০টি চালকুমড়ো পাতা

২টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

সামান্য হলুদগুঁড়ো

একটি পরিষ্কার সাদা সুতির কাপড়

কিছুটা সুতো

প্রণালী:

একটি পাত্রে জল ফুটতে দিয়ে তাতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবড়িগুলো ভিজিয়ে দিন। জল ফুটে সয়াবড়িগুলো ফুলে উঠলে আঁচ থেকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিন।
 
সয়াবড়ি ঠান্ডা হয়ে গেলে সেগুলো হাতে চেপে জল বার করে নিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার একটি পাত্রে সয়াবড়ি বাটা, সর্ষে, পোস্ত, নারকেল এবং কাঁচালঙ্কা বাটা মিশিয়ে তাতে এক টেবিল চামচ সর্ষের তেল এবং প্রয়োজনমতো নুন দিয়ে ভাল ভাবে মেখে নিন।

চালকুমড়ো পাতার শক্ত ডাঁটার অংশ কেটে বাদ দিয়ে একটি থালায় গোল করে উপর উপর সাজিয়ে নিন যাতে কোনও রকম ফাঁক না থাকে। পাতার উপর সয়াবিন বাটা দিয়ে তাতে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পাতা দিয়ে বাটা মিশ্রণটি ভাল ভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।

একটি সুতির কাপড়ে পুরোটা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখুন। চাইলে ভাতের হাঁড়িতেও দিয়ে দিতে পারেন। মিনিট ১০ রাখলেই পাতা সেদ্ধ হয়ে যাবে। জল থেকে তুলে কাপড়ের আবরণ এবং সুতো খুলে সয়াবিন বাটার সঙ্গে চালকুমড়োর পাতা একটি চামচ দিয়ে মেখে নিন। উপরে এক চামচ সর্ষের তেল এবং লাল-সবুজ লঙ্কাকুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শহীদ

×