ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

হার্ট অ্যাটাকের আগে যে ৭টি লক্ষণ অবহেলা করবেন না!

প্রকাশিত: ২১:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

হার্ট অ্যাটাকের আগে যে ৭টি লক্ষণ অবহেলা করবেন না!

হার্ট অ্যাটাক হওয়ার আগেই যদি হার্টের যত্ন নেওয়া হয়, তবে ভবিষ্যৎ জটিলতা থেকে বাঁচা সম্ভব। তবে হার্ট অ্যাটাকের আগেই চিকিৎসা নিলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির মাধ্যমে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব, যা ভবিষ্যৎ জটিলতা রোধ করতে পারে। হার্ট অ্যাটাকের পর হার্টের চিকিৎসা করে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন ও ব্যয়বহুল।

হার্ট অ্যাটাকের সাতটি লক্ষণ:

১. বুকের ব্যথা (চেস্ট পেন): এটি হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ।
২. বুকে চাপ বা ভারী লাগা: বুকের মাঝখানে চাপ অনুভব হতে পারে।
৩. শ্বাসকষ্ট: হাঁটাচলা বা স্বাভাবিক কাজের সময় শ্বাস নিতে কষ্ট হওয়া।
৪. বুক ধড়ফড় করা (প্যালপিটেশন): হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত বা অনিয়মিত হওয়া।
৫. বুকে জ্বালা-পোড়া (বার্নিং সেনসেশন): বুকের ভেতরে অস্বস্তিকর অনুভূতি।
৬. দুর্বলতা ও অবসাদ: হঠাৎ করে দুর্বল লাগা, কাজকর্মে অস্থিরতা অনুভব করা।
৭. ঘুমের সমস্যা: রাতে শ্বাসকষ্ট অনুভব করা, দম বন্ধ হয়ে আসা, অস্বস্তির কারণে ঘুম না আসা।

উপরের যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সচেতনতা ও প্রাথমিক চিকিৎসাই পারে জীবন রক্ষা করতে।

 

রাজু

×