ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

যে পরামর্শ মেনে চলায় ৬১ বিলিয়ন ডলারের কোম্পানির সিইও হয়েছেন শ্রীধর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

যে পরামর্শ মেনে চলায় ৬১ বিলিয়ন ডলারের কোম্পানির সিইও হয়েছেন শ্রীধর

ছবি: সংগৃহীত

২০২৪ সালে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ৫৭ বছর বয়সী শ্রীধর রামস্বামী ৬১ বিলিয়ন ডলারের কোম্পানি স্নোফ্লেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন। তিনি বলেন, তার সব সফলতার পেছনে একটি পরামর্শ মেনে চলা অনেক সহায়ক ছিলো। চলুন তার দেওয়া কিছু পরামর্শ জেনে আসি।

তিনি পরামর্শ দিয়েছেন, যোগ্যতা বা প্রস্তুতি না থাকলেও যেকোনও কাজের জন্য স্বেচ্ছাসেবক হওয়া বা কোনও চাকরির জন্য আবেদন করতে। প্রাথমিক ভাবে তা ভুল মনে হলেও তা আপনার ক্যারিয়ারে উন্নতি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি দারুণ কৌশল।

তিনি বলেন, “আমার জীবনের সমস্ত সাফল্য এসেছে সেই মানুষদের জন্য যারা আমাকে এমন কাজ দিয়েছেন, যা করার জন্য আমি নিজেকে উপযুক্ত বা যোগ্য মনে করতাম না। সম্প্রতি লিঙ্কডইনের ‘দিস ইজ ওয়ার্কিং ভিডিও সিরিজে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “যত বেশি আপনি দায়িত্ব গ্রহণ করবেন এবং যত বেশি আপনি দলবদ্ধ কাজ আর সফলতা নিয়ে আপনার ধারণা বিস্তৃত করবেন, ততই কারও পক্ষে এটা বলার সম্ভাবনা বাড়বে যে- ‘এই ব্যক্তিই পরবর্তীতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত

রামস্বামী ১৯৯৪ সালে ব্রাউন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, টেক ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাজ করার পর ২০০৩ সালে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি। আট বছরের মধ্যে তিনি সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন এবং ২০১৯ সালে গুগল ছেড়ে একটি নিজের স্টার্টআপ, ‘নীভা প্রতিষ্ঠা করেন। নীভা এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সার্চ ইঞ্জিন যা গুগলকে টেক্কা দিতে তৈরি করেন তিনি।

২০২৩ সালে নীভা কিনে নেয় ক্লাউড-ভিত্তিক ডেটা ওয়্যারহাউসিং কোম্পানি স্নোফ্লেক, এবং রামস্বামী একই বছর তাদের এআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। এবং ২০২৪ সালে সিইও পদে পদোন্নতি পান।

তিনি পরামর্শ দেন, একেবারে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নও দেখা উচিত নয়। এটি সবসময় কাজে দেয় না। মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থাকে এতে।

রামস্বামী বলেন, “আপনাকে নতুন কিছু করার সময় আপনার নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য দক্ষতা থাকতে হবে। এবং ব্যর্থতার পর নিজেকে তুলে ধরার ক্ষমতা থাকতে হবে।

স্নোফ্লেক কোম্পানিটি তার সিইও পদ গ্রহণের আগের বছর প্রায় ৫০ বিলিয়ন ডলারের কোম্পানি ছিলো। গেলো শুক্রবার তা ৬১.২২ বিলিয়ন ডলারের কোম্পানি হয়।

সূত্র: https://www.msn.com/en-us/money/other/ceo-of-61-billion-company-all-of-my-success-stems-from-this-1-counterintuitive-piece-of-advice/ar-AA1zwzt9

এমটি

×