ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সফল উদ্যোক্তারা যা করেন, আপনিও কি তাই করেন? দেখে নিন ৭টি লক্ষণ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সফল উদ্যোক্তারা যা করেন, আপনিও কি তাই করেন? দেখে নিন ৭টি লক্ষণ

প্রতীকী অর্থে ব্যবহৃত

অনেক সময় সফল উদ্যোক্তাদের সাক্ষাৎকার দেখে মনে হয়, “তাদের চিন্তাভাবনা যেন একদম আলাদা স্তরে!”

আপনিও যদি ব্যবসায়িক চ্যালেঞ্জ, সুযোগ, এমনকি ব্যর্থতাকে অন্যভাবে দেখেন, তাহলে হয়তো আপনার মধ্যেও সফল উদ্যোক্তাদের মানসিকতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই ৭টি লক্ষণ—

ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা
সফল উদ্যোক্তারা ব্যর্থতাকে ভয় পান না, বরং তা থেকে শেখেন।

প্রশ্ন করতে ভালোবাসেন—নিজেকেও!
যে কোনো প্রচলিত নিয়ম বা নিজের সিদ্ধান্ত নিয়েও বারবার ভাবেন, উন্নতির চেষ্টা করেন।

 অস্বস্তির মধ্যেই স্বস্তি খুঁজে পান
ঝুঁকি, অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই সফল উদ্যোক্তারা পথ তৈরি করেন।

 ঝুঁকি নেন, তবে হিসাব করে
অন্ধভাবে লাফ দেন না, বরং তথ্য ও গবেষণার ভিত্তিতে পরিকল্পনা করেন।

পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেন
পরিস্থিতির পরিবর্তনকে বাধা নয়, বরং নতুন সুযোগ হিসেবে দেখেন।

সম্পর্ক গড়েন, শুধু লেনদেন নয়
নেটওয়ার্কিং তাদের জন্য শুধুই যোগাযোগ নয়, বরং পারস্পরিক সহায়তার ক্ষেত্র।

গুরুত্বপূর্ণ কাজে ফোকাস রাখতে জানেন
ফালতু কাজে সময় নষ্ট না করে আসল লক্ষ্যের দিকে এগিয়ে যান।

আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে, বুঝে নিন—আপনিও উদ্যোক্তা মানসিকতার পথে!

জাফরান

×