ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

টাকার পিছনে দৌড়াচ্ছেন? গবেষণা বলছে ধনীরা ঠিক উল্টোটা করে!

প্রকাশিত: ১৮:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

টাকার পিছনে দৌড়াচ্ছেন? গবেষণা বলছে ধনীরা ঠিক উল্টোটা করে!

ছবি: সংগৃহীত।

ধনী ব্যক্তিরা সাধারণত অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হন। তারা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ করেন। রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ধনাঢ্য ব্যক্তিরা মিতব্যয়ী জীবনযাপন করেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় করেন।

১. সঞ্চয়ের গুরুত্ব

অনেকেই মনে করেন, না খেয়ে টাকা জমিয়ে বড় কিছু করা সম্ভব। ধনীরা এই নীতিই অনুসরণ করেন। অপ্রয়োজনীয় খরচ না করে সেই টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন, যেমন ভ্রমণের জন্য সঞ্চয় করা বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা।

২. ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা

ধনী ব্যক্তিরা সাধারণত নিজেদের দৈনন্দিন খরচের ক্ষেত্রে অত্যন্ত সংযত থাকেন। উদাহরণস্বরূপ, তারা ঘরের খাবার খেতে পছন্দ করেন এবং নিজেদের বাগানে শাকসবজি চাষ করেন, যাতে বাজারের বাড়তি খরচ এড়ানো যায়।

৩. দেখনদারি নয়, দক্ষতায় বিনিয়োগ

তারা বিলাসিতা বা অহেতুক শো-অফে টাকা খরচ করেন না। বরং নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে বিনিয়োগ করেন। প্রশিক্ষণ, নতুন কিছু শেখা কিংবা ক্যারিয়ার উন্নয়নের জন্য অর্থ ব্যয় করাকে তারা অধিক গুরুত্বপূর্ণ মনে করেন।

৪. সাহায্য করলেও শর্তসাপেক্ষে

ধনী ব্যক্তিরা বিভিন্ন সময়ে মানুষকে আর্থিক সহায়তা করেন, তবে সেটি কখনোই চাহিবামাত্র প্রদান করেন না। অনেকেই বলেন, “আপনি নিজে কতটা জোগাড় করতে পেরেছেন, আমি সমপরিমাণ দেব।” অথবা, “আপনি এই কাজটি করে দিন, তার বদলে আমি আপনাকে পারিশ্রমিক দেব।”

৫. অকারণ খরচ এড়িয়ে চলা

একটি টাকাও অপ্রয়োজনে খরচ না করাই তাদের অন্যতম নীতি। তারা প্রয়োজন অনুযায়ী ব্যয় করেন, তবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাখেন।

৬. দানের সময় উদার, লেনদেনের ক্ষেত্রে কঠোর

ধনী ব্যক্তিরা দানশীল হলেও ব্যবসা পরিচালনায় অত্যন্ত শৃঙ্খল ও হিসাবসচেতন। তারা প্রতিটি টাকার হিসাব রাখেন এবং ব্যবসার স্বার্থে কঠোর নীতি অনুসরণ করেন।

৭. বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক পরিকল্পনা

কোনো বিনিয়োগের আগে তারা নিশ্চিত হন যে এটি লাভজনক হবে কি না। ব্যবসাকে তারা দানের সঙ্গে মিশিয়ে ফেলেন না। যে ব্যবসায় লাভ নেই, সেটি টিকে থাকতে পারে না—এই সত্যটি তারা ভালোভাবেই বোঝেন এবং সেই অনুযায়ী বিনিয়োগ করেন।

যদিও ধনীরা একেকজন একেক রকম জীবনযাপন করেন, কেউ বিলাসবহুল বাড়ি, গাড়ি, ব্যক্তিগত জেট কিংবা সোনার কমোড ব্যবহার করেন, তবুও মিতব্যয়িতা, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ এবং সঠিক আর্থিক পরিকল্পনা তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

সায়মা ইসলাম

×