ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নার্সিসিস্টদের জন্য একাকিত্ব: আত্মবিশ্বাসের আড়ালে এক লুকানো বেদনা

প্রকাশিত: ১১:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

নার্সিসিস্টদের জন্য একাকিত্ব: আত্মবিশ্বাসের আড়ালে এক লুকানো বেদনা

ছবি: সংগৃহীত।

বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের মধ্যে একে অপরকে গুরুত্ব দেয়ার ব্যাপারে আমরা সবাই সচেতন। কিন্তু জানেন কি, কিছু মানুষ নিজেদেরকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করেন? তাঁদের মধ্যে অন্যতম হলেন "নার্সিসিস্ট" বা আত্মপ্রেমী ব্যক্তিরা। এই ধরনের ব্যক্তিরা সাধারণত নিজের সম্পর্কে অত্যাধিক ধারণা পোষণ করেন এবং অন্যদের থেকে তাঁদের গুরুত্ব বেশি মনে করেন। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে, নার্সিসিস্ট বা আত্মপ্রেমী ব্যক্তিরা নাকি অন্যদের তুলনায় বেশি সময় একা এবং পরিত্যক্ত বোধ করেন। কীভাবে সম্ভব? এই বিষয়টিই আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরব।

নার্সিসিস্টদের প্রতি মানুষের মনোভাব সাধারণত নেতিবাচক। তাঁরা সবসময় নিজেদেরকে বিশেষ এবং গুরুত্ববহ মনে করেন, যার কারণে তাঁদের একাকিত্ব বা পরিত্যক্ত বোধ হওয়ার কথা নয়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই ব্যক্তিরা নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য বেশি সময় একাকিত্ব অনুভব করেন। বিশেষত, যখন তাঁদের ভাবমূর্তি বা সামাজিক গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে, তখন তাঁরা সবচেয়ে বেশি পরিত্যক্ত অনুভব করেন।

গবেষকরা মনে করেন, নার্সিসিস্টদের আত্মবিশ্বাসের ভিত্তি অনেকটা অন্যদের প্রশংসা ও গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে থাকে। যখন তাঁদের আশা অনুযায়ী সাড়া পাওয়া যায় না, তখন তা তাঁদের উপর গভীর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই চাপের ফলে তাঁরা অধিক হারে একাকিত্ব এবং নিঃসঙ্গতা অনুভব করেন, যা সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে।

এছাড়া, গবেষণায় আরও দেখা গেছে যে, নার্সিসিস্ট যেহেতু নিজের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, সেই সম্পর্কগুলো যদি তাদের মানসিক চাহিদা মেটাতে ব্যর্থ হয়, তবে তারা আরো বেশি বিচ্ছিন্ন বোধ করেন।

অতএব, নার্সিসিস্টদের আত্মবিশ্বাস বা অহংকার কখনও কখনও তাঁদেরকে আরও বেশি একাকী এবং বিচ্ছিন্ন করে তুলতে পারে।

নুসরাত

×