ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

প্রেশার বা রক্তচাপ কি?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রেশার বা রক্তচাপ কি?

ডা. সমীর কুমার কুন্ডু

ডা. সমীর কুমার কুন্ডু বলেন, একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। ধরা যাক র্আঠার বছরের উপরে তার যদি রক্তচাপ ক্রমাগত ভাবে যদি উপরেরটা ১৪০ মিমি পারদ হয়  এবং নিচেরটা ৯০ মিমি পারদ হয়।  এর উপরে গেলে বলি আমরা গ্রেড ওয়ান হেপাটেশন। 

আর নিম্ন রক্তচাপ যেটা বলি আমরা কোন মানুষের জন্য প্রেশার ৯০ বা ৭০ এর মধ্যে থাকে তাকে আমরা হাইপোটেনশন বলি। আবার অনেক ক্ষেত্রে নারী পুরুষ ভেদে তাদের শরীরের গঠন অনুযায়ী রক্তচাপ বেশির ভাগ ক্ষেত্রে ১০০ বা ৯০ থাকে। যদি কোন সমস্যা না হয়।

যেমন রক্ত যদি হঠাৎ চলাচল কমে যায়। তখন মানুষের উপসর্গ হয়। 
 

শহীদ

×