
সরু, মোটা দাঁড়ার, হাতল দেওয়া— বাজারে নানা রকম চিরুনি মেলে । কোনওটি কাঠের, কোনটি প্লাস্টিকের, সরু, মোটা, লম্বা, খাটো—এক এক ধরনের চিরুনির এক এক রকম নাম। মনে হতে পারে, চিরুনির এই যে রকমফের তা কি শুধু দৃষ্টিনন্দনের জন্যই, না কি বিভিন্ন চিরুনির কাজও আলাদা? কেশচর্চা শিল্পীরা বলছেন, সুন্দর চুল পেতে হলে সঠিক চিরুনি বাছাই খুব জরুরি। যে চিরুনি মসৃণ মোলায়েম চুলের জন্য প্রযোজ্য তা যদি কোঁকড়া চুলে ব্যবহার করা হয়, জট ছাড়ানো কঠিন হবে। চুলের ধরনের উপর নির্ভর করবে চিরুনি বাছাই।
চুল আঁচড়ে শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, চিরুনির নানা কাজ রয়েছে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি থেকে জট ছাড়ানো, চুল সুন্দর রাখতে চিরুনি অপরিহার্য।
ভিজে চুলের চিরুনি: ভিজে চুলের গোড়া নরম থাকে। ফলে একটু টান পড়লেই চুলে ঝরে পড়তে পারে। ভিজে চুল আঁচড়ানোর জন্য বিশেষ ধরনের চিরুনি হয় যেগুলিকে বলা হয় শাওয়ার হেয়ার ব্রাশ। এটির দাঁড়াগুলো অত্যন্ত নরম হয়। মাথার ত্বকে যাতে বেশি চাপ না পড়ে সে ভাবেই এটি তৈরি হয়।
হাতল দেওয়া চওড়া চিরুনি: লম্বা হাতলযুক্ত এই চিরুনিটি বেশ ছড়ানো হয়। একে বলা হয় প্যাডেল হেয়ার ব্রাশ। দেখতে খানিকটা প্যাডেলের মতো। চিরুনির নরম দাঁড়ার মাথাটি গোল হয়। ফলে মাথার ত্বকে বেশি চাপ পড়ে না। চুলের জট ছাড়ানোর জন্য এই ধরনের চিরুনি খুব কাজের। লম্বা এবং মসৃণ চুলের জন্য এটি ভাল।
গোল চিরুনি: বাজারে গোল চিরুনিও মেলে। হালকা ঢেউখেলানো মোটা চুল আঁচড়ানোর জন্য উপযোগী এই ধরনের চিরুনি। ধাতব ব্যারেলযুক্ত এই ধরনের ব্রাশ বা চিরুনি মূলত কেশসজ্জায় কাজে লাগানো হয়। অমসৃণ, রুক্ষ চুল এই ধরনের চিরুনি এবং ব্লো ড্রায়ারের সাহায্যে মসৃণ করে তোলা হয়। ছোট-বড় কার্ল তৈরি করতেও অনেক সময় এটি ব্যবহার হয়।
মোটা দাঁড়ার চিরুনি: শুষ্ক, তৈলাক্ত, মসৃণ, ঢেউখেলানো বা কোঁকড়ানো— যে কোনও চুলের জন্যই এই ধরনের চিরুনি ব্যবহার করা চলে। চিরুনির দাঁড়া বেশ মোটা হয় এবং দু’টি দাঁড়ার মাঝে ফাঁকও বেশি থাকে। জট ছাড়িয়ে নেওয়ার জন্য একটি বিশেষ ভাবে কার্যকর। এর পর সরু দাঁড়ার চিরুনি বুলিয়ে নিয়ে সুন্দর ভাবে চুল আঁচড়ে নিতে হবে।
জট ছাড়ানোর চিরুনি: কোঁকড়া এবং মোটা চুল যাঁদের তাঁরা জানেন এই ধরনের চুল আঁচড়ানো, জট ছাড়ানো বেশ ঝক্কি। হালকা টান পড়লেই মাথার ত্বকে লাগে। এমন চুলের জন্য হাতল দেওয়া কিছুটা প্যাডেল ব্রাশের মতো দেখতে চিরুনি হয়। এটি মূলত জট ছড়ানোর জন্য তৈরি। তবে চুল আঁচড়েও নেওয়া যায় এতে।
টেল চিরুনি: সরু চিরুনির এক প্রান্তটি একেবারে লেজের মতো দেখতে। কেশসজ্জার জন্যই এর ব্যবহার। খোঁপা হোক বা বান, চুল ফাঁপানোর জন্য, ভাগ করে নেওয়ার জন্য এই ধরনের চিরুনির দরকার পড়ে। লেজের মতো সরু প্রান্তটি ক্লিপ আঁটা বা রাবার ব্যান্ড বেঁধে নেওয়া চুলের ভিতরে ঢুকিয়ে সেটি ফুলিয়ে এবং ফাঁপিয়ে নেওয়ার জন্য ব্যবহার হয়। কৌশল জানলে এই চিরুনির ব্যবহার বাড়িতও সহজেই কেশসজ্জা করতে পারেন।
রাজু