ছবি: সংগৃহীত
জীবনে বিপদ ও সংকট আসবে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কীভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হয়। মহান আল্লাহর ওপর ভরসা করা, ধৈর্য ধারণ করা এবং কিছু বিশেষ আমল করলে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বিপদ থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসের দিকনির্দেশনা
আল্লাহর ওপর পূর্ণ ভরসা করুন
পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” (সূরা আত-তালাক: ৩)
তাই বিপদের সময় আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর আস্থা রাখুন এবং ধৈর্য ধরুন।
সকাল-সন্ধ্যার দোয়া পড়ুন
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-বিকেল এই দোয়াটি পড়বে, সে বিপদ থেকে নিরাপদ থাকবে। (তিরমিজি: ৩৩৮৮)
ইস্তেগফার বেশি বেশি করুন
আল্লাহ বলেন, "তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল।" (সূরা নূহ: ১০)
বিপদ থেকে বাঁচতে দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন।
সুরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ার গুরুত্ব
হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে, সে সারারাত আল্লাহর হিফাজতে থাকবে। (বুখারি: ২৩১১)
সদকা দিন ও মানুষের উপকার করুন
রাসূল (সা.) বলেছেন, "সদকা বিপদ-আপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে।" (তিরমিজি: ৬৬৪)
অতএব, বিপদ থেকে বাঁচতে প্রতিদিন অন্তত কিছু সদকা করার অভ্যাস গড়ে তুলুন।
বিপদের সময় ধৈর্য ধরুন ও আল্লাহর কাছে সাহায্য চান। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন। কুরআন তিলাওয়াত ও দোয়া-দরুদ পড়ার অভ্যাস করুন। মানুষকে ক্ষমা করুন ও কল্যাণকর কাজ করুন।
যেকোনো বিপদে আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং তাঁর ওপর পূর্ণ ভরসা করাই প্রকৃত মুক্তির উপায়। দোয়া, ইস্তেগফার, সদকা ও নামাজের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে বিপদমুক্ত রাখতে পারি।
শিলা ইসলাম