ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বিভিন্ন দেশে প্যারেন্টিংয়ের মজার ও ইউনিক প্র্যাকটিস

প্রকাশিত: ২৩:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিভিন্ন দেশে প্যারেন্টিংয়ের মজার ও ইউনিক প্র্যাকটিস

ছবি: সংগৃহিত

প্যারেন্টিং শুধু নিয়ম কানুন না। এটি ঐতিহ্য আর সংস্কৃতিরও অংশ। তাই পৃথিবীর বিভিন্ন দেশে প্যারেন্টিংয়ের প্র্যকটিসও বিভিন্ন রকম। চলুন, মজার কিছু প্যারেন্টিং টিপস জেনে নেয়া যাক।

ফিনল্যান্ডে সরকারের পক্ষ থেকে প্যারেন্টদের একটা বেবি বক্স দেওয়া হয়। এই বক্সে শিশুদের প্রয়োজনীয় কাপড়, কম্বলসহ অন্যান্য জিনিসপত্র থাকে। প্রয়োজনে শিশুদের বক্সে শুইয়েও রাখা যায়।

ম্যাক্সিকোতে লা কমিডা নামে একটা প্রথা আছে।  সেখানে পরিবারের সবাই মিলে দুপুরের খাবার আর আর সারাদিনের গল্প শেয়ার করে। এতে তাদের পারিবারিক বন্ধন দৃঢ় হয়।

নরওয়ে ও অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে শিশুদের বাইরের ঠান্ডা বাতাসে ঘুমানোর ব্যাবস্থা করা হয়। ফলে শিশুরা খুব ছোট বয়স থেকেই প্রকৃতির সান্নিধ্যে থাকার শিক্ষা পায়।

আফ্রিকায় খুব ছোটবেলা থেকেই শিশুদেরকে মায়েরা নিজের শরীরের সাথে কাপড় দিয়ে বেধে নেয়। যেমনটা আমাদের দেশের আদিবাসীরা করে থাকে। এর ফলে শিশুরা নিরাপত্তা আর ভালোবাসার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে।

ইসরাত জাহান

×