ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

প্রায় ১১ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল বান্দরবানের দেবতাখুম

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রায় ১১ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল বান্দরবানের দেবতাখুম

দেবতাখুম পর্যটন কেন্দ্র

প্রায় ১১ মাস পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “আজ থেকে দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে নিরাপত্তাজনিত কারণে দেবতাখুমে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের জন্য বিধি-নিষেধ দেওয়া হয়েছিল। সেখানকার লোকজন মূলত পর্যটনের উপরই নির্ভরশীল। সেই বিবেচনা থেকেই বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে।

এদিকে সোমবার বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেবতাখুমের বিধি-নিষেধ তুলে দেওয়ার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ জানুয়ারি জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসন জানায়, সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

শহীদ

×