ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভ্যালেন্টাইন ডে স্পেশাল: কীভাবে নিজেকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলবেন?

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৩:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভ্যালেন্টাইন ডে স্পেশাল: কীভাবে নিজেকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলবেন?

ছবি: প্রতীকি অর্থে ব্যবহৃত

ভ্যালেন্টাইন ডে মানেই সাজগোজ, গ্লো করা ত্বক আর পারফেক্ট লুক! বিশেষ এই দিনে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে চাইলে আগেভাগেই কিছু রূপচর্চার নিয়ম মেনে চলা দরকার। চলুন জেনে নেই, কীভাবে প্রস্তুতি নেবেন—

১. ত্বকের যত্ন নিন আগেভাগে

ভ্যালেন্টাইন ডে-তে উজ্জ্বল ত্বক পেতে কয়েকদিন আগেই ত্বকের যত্ন শুরু করুন।প্রতিদিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করুন।প্রাকৃতিক স্ক্রাব দিয়ে ত্বকের মৃত কোষ দূর করুন।রাতে ঘুমানোর আগে ভিটামিন সি বা হাইড্রেটিং নাইট ক্রিম ব্যবহার করুন।


২. ডিটক্স ড্রিংক ও সুষম খাবার

ত্বকের গ্লো বাড়াতে বেশি পানি ও ডিটক্স ড্রিংক (লেবু-পানি, গ্রিন টি) পান করুন।শাকসবজি ও প্রোটিনযুক্ত খাবার খান, ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন।


. চুলের যত্ন

চুল মসৃণ ও ঝলমলে করতে সপ্তাহে একদিন নারকেল বা অলিভ অয়েল ম্যাসাজ করুন।

শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন, চাইলে হেয়ার স্পা নিতে পারেন।


৪. পারফেক্ট মেকআপ লুক

ভ্যালেন্টাইন ডে-তে চাই রোমান্টিক ও সফট মেকআপ লুক—হালকা ফাউন্ডেশন দিয়ে বেস তৈরি করুন।সফট গোলাপি বা পিচ ব্লাশ ব্যবহার করুন।আইলাইনার ও মাসকারা দিয়ে চোখকে আকর্ষণীয় করে তুলুন।লাল বা ন্যুড লিপস্টিক বেছে নিন।


৫. পারফিউম ও ড্রেস আপ

আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পারফিউম ব্যবহার করুন।কমফোর্টেবল ও স্টাইলিশ ড্রেস পরুন, যাতে আত্মবিশ্বাসী দেখায়।


৬. মানসিক প্রস্তুতি

শুধু বাইরের সৌন্দর্য নয়, ভেতর থেকে আত্মবিশ্বাসী হতে হবে।রিলাক্স থাকুন, পজিটিভ থাকুন এবং নিজের হাসিকে সবচেয়ে সুন্দর অ্যাক্সেসরি হিসেবে ব্যবহার করুন!


ভ্যালেন্টাইন ডে-তে নিজেকে উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলতে এখন থেকেই শুরু করুন সঠিক রূপচর্চা। শুভ হোক ভালোবাসার দিন!

জাফরান

×