ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আজ প্রমিস ডে, কেন পালন করা হয় দিনটি? 

প্রকাশিত: ০৭:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আজ প্রমিস ডে, কেন পালন করা হয় দিনটি? 

প্রমিস (Promise) বলতে কথা দেয়া বা প্রতিজ্ঞা করাকে বোঝায়। ভালোবাসার সপ্তাহে আজ প্রমিস ডে। ভালোবাসার মানুষকে কথা দিয়ে কাছে টেনে নেওয়ার দিন আজ। কিন্তু কেন এই দিন পালন করা হয়? এর পেছনে রয়েছে কিছু কারণ। 

মূলত সম্পর্ক মজবুত করতেই এই দিনটি পালন করা হয়। এই দিন প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানাতে হয়। বর্তমানে সম্পর্ক নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তাদের জন্য সম্পর্ক মজবুত করার ভালো একটি দিন এটি।

ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ক মজবুত করার পরিকল্পনা থেকেই এই দিবসটি সূচনা। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে দিনটির শুরু হয়। এদিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা। 

সম্পর্কের ছোটোখাটো সমস্যাগুলো এই দিনটিতে মিটিয়ে নেওয়ার রীতি রয়েছে। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়। ভুল বোঝাবুঝি মিটিয়ে সারাজীবন হাত ধরে চলার প্রতিশ্রুতি নিতে হয়‌ প্রমিস ডে তে। 

আজকের দিনটি সঙ্গীর সঙ্গে আনন্দে কাটান। জীবনের সব পরিস্থিতিতে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিন। স্মৃতি হিসেবে কোনো উপহারও দিতে পারেন। উপহার যে খুব দামি হতে হবে তেমন নয়। কফি মগ, হার্ট শেপ পিলো, চাবির রিং কিংবা হাতে বানানো কার্ড দিতে পারেন। 

সজিব

×