![চুল হোক ঘন-কালো সিল্কি! মাত্র এক ফলেই সমাধান চুল হোক ঘন-কালো সিল্কি! মাত্র এক ফলেই সমাধান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized---2025-02-10T152135498-2502100921.jpg)
প্রতীকী অর্থে ব্যবহৃত
শীতের শুষ্কতা কিংবা গরমের ঘাম—দুটোই আপনার চুলের জন্য ক্ষতিকর। চুলকে প্রাণবন্ত ও মজবুত রাখতে এখনই নিন সঠিক পদক্ষেপ! সহজলভ্য ও বাজেটবান্ধব আমলকি হতে পারে আপনার চুলের সেরা বন্ধু।
আমলকিতে থাকা ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং মাথার ত্বক সুস্থ রাখে। নিয়মিত আমলকি ব্যবহারে শীতের রুক্ষতা ও গরমের ঘামের ক্ষতি থেকে চুল রক্ষা পাবে।
কীভাবে ব্যবহার করবেন?
আমলকি তেল: নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে আমলকি গুঁড়া মিশিয়ে গরম করে মাথায় ম্যাসাজ করুন।
আমলকি পেস্ট: টাটকা আমলকি ব্লেন্ড করে সরাসরি চুলে লাগান, ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আমলকি ও মেথি মাস্ক: আমলকি গুঁড়া, মেথি বাটা ও দই মিশিয়ে মাস্ক তৈরি করুন, সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।
আমলকি ও অ্যালোভেরা জেল: চুলের বাড়তি পুষ্টির জন্য আমলকি ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগান।
নিয়মিত ব্যবহারে চুল হবে মজবুত, ঘন ও উজ্জ্বল! তাই আর দেরি নয়, আজই চুলের যত্নে আমলকি যুক্ত করুন!
জাফরান