ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

সাবুর ফ্রুট ডেজার্ট

প্রকাশিত: ১৯:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সাবুর ফ্রুট ডেজার্ট

যা লাগবে: সাবুদানা- ১/৪ কাপ, চিনি- ১/৪ কাপ, দুধ- ২ কাপ, জেলি- ২ রকম (লাল+সবুজ), আপেল- ১ টা।
যেভাবে করবেন: প্রথমে সাবুদানা ভালোভাবে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। অপর একটি প্যানে দুধ জাল করে চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে (গুঁড়া দুধ ও কনডেন্সড মিল্ক এড করতে পারেন)। তারপর দুধ ঘন হয়ে এলে আমরা সাবুদানাগুলো দিয়ে একটু জাল করে নেব। এরপর চুলা বন্ধ করে এর মধ্যে জেলি এবং আপেল কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সাবুর ফ্রুট ডেজার্ট। এটি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এতটাই সুস্বাদু।

×