ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

সুখি হবেন যেভাবে!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৭:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সুখি হবেন যেভাবে!

ছবি: প্রতীকী

সুখ কাকে বলে? আমরা সারা জীবন সুখ খুঁজে বেড়াই। কিন্তু সুখ আসলে কি? আমাদের সবার মধ্যে অনেক সময় লোভ কাজ করে। প্রথিবীর সমস্ত সম্পদ যদি একজন মানুষকে লিখে দেওয়া হয়। তাহলে কি সেই মানুষটা সুখী হতে পারবে? অনেক অর্থসম্পদের মালিক আছেন। যারা নানা কারনে খেতে পারেন না। এক কাপ সবজির সাথে কয়েকটা ভাত খান তারা। 

অথচ যার সম্পদ নাই। সে কিন্তু যা ইচ্ছে তাই খেতে পারেন। আমাদের সকলের একটা কথা মনে রাখতে হবে। সুখি হতে মানুষের ভিতরে যে হিংসা, রাগ, অভিমান ইত্যাদিতে কবর দিতে হবে। তাহলেই আমরা প্রকৃত সুখি হতে পারব।

শহীদ

×