ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যারা আপনাকে বোঝে না তাদের জন্য বদলানোর দরকার নেই!

প্রকাশিত: ১২:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

যারা আপনাকে বোঝে না তাদের জন্য বদলানোর দরকার নেই!

ছবিঃ সংগৃহীত

অন্যের চোখে স্মার্ট হবার জন্য জোর করে জোকার সাজতে যাবেন না। আপনার কি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে? তাহলে সেটাই খান। শুধু গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য চাইনিজ অর্ডার দেয়ার কোনো দরকার নেই। স্মার্ট হতে গেলে নিজেকে সবার আগে নিজের কাছে সঠিক প্রমাণ করতে হবে। অন্য কারো তৈরি স্ট্যান্ডার্ডে নিজেকে ফিট করতে গিয়ে নিজের পছন্দ-অপছন্দ ভুলে গেলে আপনি আর আপনার মধ্যে থাকবেন না। আপনি হয়ে যাবেন জোকার।

আপনার যদি টং দোকানের দুধ চা ভালো লাগে, সেটাই খান। এতে লজ্জার কিছু নেই। আপনার ক্লাসমেট বা ফ্রেন্ডরা হয়তো রেস্টুরেন্টে ক্যাপাচিনো ফ্রেসবুক স্ট্যাটাস দিচ্ছে। আপনি দুধ চায়ের কাপ নিয়ে স্টোরি দিন। দেখবেন যে প্রশান্তিটা অন্য রকম। সবাই বলে গেম অব থ্রোন্স দেখেছেন! এটা না দেখলে আপনি জাতেই উঠেননি। কিন্ত আপনার যদি ডার্ক ফ্যান্টাসি পছন্দ না হয়, আপনার যদি দুই ঘন্টার সিনেমা না দেখে ক্রিকেট খেলা দেখে আনন্দ পান, তাহলে সেটাই দেখুন। বৃষ্টি হলে যে কবিতা পড়তে হবে এমন আইন নেই। আপনি যদি তখন একটু ঘুম দেন, সেটাও একটা শান্তি৷ 

ট্রেন্ডি টাইট ফিটিং পোশাক এখন খুব জনপ্রিয়। কিন্ত আপনি যদি এই পোশাকে অস্বস্তিতে ভুগেন তাহলে জোর করে পরার দরকার নেই। ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরুন। মনে রাখবেন, যারা আপনাকে আপনার পোশাক দিয়ে বিবেচনা করে তারা আপনাকে পুরোপুরি পছন্দ করে না। 

যেই সার্কেল আপনাকে ক্যাপাচিনো না খাওয়ার জন্য, বিটিএস না চেনার জন্য ক্ষ্যাত বলে সেই সার্কেলে কি আপনাকে আসলে মানায়? এই জাজমেন্টাল সার্কেলগুলো থেকে বের হয়ে আসুন। আপনার জীবনকে অন্যের চোখ দিয়ে দেখার চেষ্টা করবেন না। যারা আপনাকে আপনার গ্রহণ করতে পারে না, তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো।

অনেক সময় দেখা যায় একশো নাকউঁচু কৃত্রিম বন্ধুর সাথে আড্ডার চেয়ে একজন খোলামেলা বন্ধুর সাথে আড্ডা দেয়া প্রশান্তির বেশি। নিজের পাশে এখন সুন্দরী প্রেমিক-প্রেমিকা থাকলেই আপনি স্মার্ট হয়ে যাবেন না। ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির সাথে প্রেম হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দিবে কিন্ত সেটার সাথে স্মার্টনেসের কোনো সম্পর্ক নেই।

আপনার নিজেকে তুলে ধরার ভিতরেই আপনার স্মার্টনেস বিবেচনা করা হয়। স্মার্ট হওয়া মানে অন্যের বানানো কাঠামোয় নিজের মানিয়ে নেয়া নয়। স্মার্ট হওয়া মানে নিজের পছন্দ, ইচ্ছা ও ব্যক্তিত্বকে গর্বের সাথে সামনে নিয়ে আসা। অন্যদের চাপিয়ে দেয়া ট্রেন্ডকে ফলো না করে, তাই নিজের মত করে বাঁচুন।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/18MNWdAFut/

রিফাত

×