ছবি; সংগৃহীত
দারিদ্র মানুষের জীবনে একটা এমন অবস্থা যা মানুষকে ভেতর থেকে একেবারে দুর্বল করে ফেলে। এর প্রভাবে মানুষ হয়তো কখনও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। কিছু সহজ নিয়ম রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়।
প্রথম, সংসারে যত ঋণ আছে। তা যত দ্রুত সময়ে পরিশোধ করতে হবে।
দ্বিতীয়ত, একটি আয়ের উপর নির্ভর করা যাবে না। যার কারণে একাধিক আয়ের উপরে নির্ভর করতে হবে।
তৃতীয়ত, অল্প অল্প করে সঞ্চয় কারা চেষ্টা করতে হবে। জমানো টাকা থাকলে অযখা ফেলে না রেখে সঠিক জায়গায় ইনভেষ্ট করতে হবে।
চতুর্থত, প্রতিদিন এক শতাংশ করে হলেও নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে।
শহীদ