ছবি: সংগৃহীত
জীবনে সুখ ও দুঃখ পালাক্রমে আসে। সুখের মুহূর্ত দ্রুত কেটে যায়, কিন্তু দুঃখ বা ভয়ংকর কোনো স্মৃতি দীর্ঘদিন মনের মধ্যে রয়ে যায়। অনেকেই চান, খারাপ স্মৃতি ভুলে যেতে, কিন্তু তা সম্ভব হয় না। কেন এমন ঘটে?
তুলেন ইউনিভার্সিটি এবং টাফটস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কে দুঃখজনক ও ভয়ংকর স্মৃতি গভীরভাবে গেঁথে যাওয়ার একটি কারণ হলো অ্যামিগডালা। এটি মস্তিষ্কের সেই অংশ, যা আবেগ ও স্মৃতি প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণায় দেখা গেছে, স্ট্রেস নিউরোট্রান্সমিটার নরপাইনফ্রিন মস্তিষ্কের অ্যামিগডালাকে উদ্দীপিত করে। এতে মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয় এবং ভয়ের স্মৃতি শক্তভাবে গেঁথে যায়।
নিউরোসায়েন্স বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, যখন মানুষ তীব্র দুঃখ বা ভয় পায়, তখন মস্তিষ্ক প্রচুর নরপাইনফ্রিন নিঃসরণ করে। এটি অ্যাড্রেনালিন রাশ সৃষ্টি করে, যা মস্তিষ্ককে উত্তেজিত অবস্থায় নিয়ে যায়। ফলে, সেই স্মৃতি সহজে ভোলা যায় না।
এক কথায়, সুখের সময় মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করলেও, দুঃখ ও ভয় মস্তিষ্কে গভীর ছাপ ফেলে। তাই সুখের মুহূর্ত ধীরে ধীরে ম্লান হয়ে যায়, কিন্তু দুঃখের স্মৃতি মনে গেঁথে থাকে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
তাবিব