ছবি: সংগৃহীত
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি ক্লান্ত ও অসুস্থ দেখায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ঘুমের অভাব, স্ট্রেস, অনিয়মিত খাদ্যাভ্যাস—এসব কারণে সহজেই চোখের চারপাশ কালো হয়ে যায়। তবে ঘরোয়া উপায়ে সহজেই এটি দূর করা সম্ভব!
গবেষণায় দেখা গেছে, চাল ধোয়া পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি ও মিনারেল, যা চোখের তলার কালো দাগ দূর করতে দারুণ কার্যকর।
কীভাবে ব্যবহার করবেন?
এক কাপ চাল ভালোভাবে ধুয়ে নিন এবং সেই পানি সংরক্ষণ করুন। তুলার বল বা পাতলা কাপড় চাল ধোয়া পানিতে ভিজিয়ে নিন। এটি চোখের নিচে ১০-১৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
প্রতিদিন ১-২ বার এই পদ্ধতি ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য লক্ষ্য করা যাবে। প্রাকৃতিক এই উপায়টি সহজেই চোখের তলার কালি দূর করতে পারে।
শিলা ইসলাম