প্রসংশা
আপনি যদি কারো পোষাকে প্রসংশা করেন। দরুন যদি দেখা যায় যে, আজ তোমাকে দেখতে দারুণ লাগছে। আজ তুমি ভালো একটা কাজ করেছো। আমি তোমাকে নিয়ে গর্ভবোধ করি। এই আপনি তার কাজের জন্য প্রশংসা করলেন এবং তাকে উৎসাহিত করলেন এটা কিন্ত সেই মানুষটার ভেতরে একটা অন্য ধরণের উৎসাহ কাজ করবে। তার ভিতরে একটা আত্মবিশ্বাস এবং কনফিডেন্স গ্রো করবে। সেটা কিন্ত তাকে আরোও ভালো করতে উৎসাহিত করবে।
ঠিক তেমনি আপনিও লক্ষ্য করবেন যে, আরেকজন মানুষকে তার ভালো কাজের স্বকৃতি দেওয়ার জন্য আপনি কিন্তু মনে মনে আনন্দ পাচ্ছেন এবং এ কারণে দেখছেন যে, সেই মানুষটির জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করেছেন এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার জন্য আপনারও একটা পরিবর্তন আসতে শুরু করেছে। কাজেই দেরি না করে আমাদের আশে পাশে থাকা আমাদের প্রিয়জন যারা ভালো কাজ করছে। সুন্দর মতো কাজ করছে। তাদের সেই কাজগুলোকে মনিটরিং করুন। তাদের ইনস্পায়ার করুন। দেখুন একটা সুন্দর পথিবী আমরা সবাই মিলে গড়তে পারব
শহীদ