ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

অফিস পলিটিক্স হ্যান্ডেল করবেন যেভাবে!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

অফিস পলিটিক্স হ্যান্ডেল করবেন যেভাবে!

ছবি: প্রতীকী

আমরা সবাই কর্মক্ষেত্রে নির্ঝঞ্ছাট আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই। কিন্তু আমাদের জীবনের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবেই এমন কোন নিশ্চয়তা নেই। তাই অফিস পলিটিক্সের শিকার হতে পারেন আপনি। জেনে নিন এই ঝামেলা থেকে নিজেকে রাখতে পারবেন অনেক দূরে।

নিরপেক্ষ থাকার চেষ্টা করুন: আপনি শত চেষ্টা করলেও অফিস পলিটিক্সের শিকার হতেই পারেন। তিনি নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকেই। আর তাই আগে খেলার ধরনটা বোঝার চেষ্টা করুন। কারা কারা আপনাকে নিয়ে ভাবছে বা বলছে সেদিকে লক্ষ্য রাখুন। অফিসে খুব কঠোর থাকবেন না আবার খুব নরমও না। আপনি যে কাজ করছেন তার যথাযথ মূল্যায়ন পাচ্ছেন কি না সেদিকে খেয়াল রাখুন। আপনার ভালো কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে কি না সেদিকেও নজর দিন। আপনার ভালো কাজ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাচ্ছে তাও নিশ্চিত করুন।

নিজের কাজের ফোকাস করুণ: একটা বিষয় সত্য্ যে, যে যাই করুক না কেন, কর্মক্ষেত্রে একজনের পারফরমেন্সই তাকে অফিসে টিকিয়ে রাখে। তাই আপনি আপনার নিজের কাজে হয়ে উঠুন সেরা। যেন কেউ শত রাজনৈতিক আর কূটনৈতিক মারপ্যাচে ফেললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আপনার সাথে থাকে। কারণ তারা জানে যে, ঐ কাজে আপনি সেরা।

স্বাভাবিক সম্পর্ক বজায় রাখুন: যোগাযোগ এমন একটি বিষয় যা ক্যারিয়ারে আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তাই ভালো যোগাযোগ রক্ষা করুন। পাশাপাশি যোগাযোগ স্থাপনেও হোন দক্ষ। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ থাকলেই যে আপনি তাদের দ্বারা উপক্রৃত হবে বিষয়টা কিন্তু এমন না। আপনার লৈখিক ও মৌখিক কথাবার্তা হতে হবে বেশ স্মার্ট। অন্যদের মাঝে একটি ভীতি থাকতে হবে যে, যদি আপনি মুখ খোলেন বা কিছু লেখেন তাহলে তা চুপ করিয়ে দিতে পারে অনেককেই।

প্রফেশনাল আচরন বজায় রাখুন: অফিসে এক সাথে কাজ করার সুবাদে অনেকের সাথেই আপনার সুসম্পর্ক গড়ে উঠতে পারে। দাপ্তরিক সম্পর্ক ব্যক্তিগত পর্যায়েও যেতে পারে। তবে অফিসিয়াল কাজের বিষয়ে কারও ওপর ভরসা করবেন না। বিশ্বাস করবেন না কাউকে। কারণ যদি কোথাও কোন গলদ থেকে যায় তাহলে দিন শেষে তার দায়ভার নিতে হবে আপনাকে একাই। তাই অফিসিয়াল কাজে এই ধরনের গোপনীয়তা বজায় রাখুন। নিজের কাজ নিজে করুন। অন্যের ভরসায় থাকবেন না।

কোম্পানীর গুণ এবং পলিসি  বুঝার চেষ্টা করুন: আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন। সেই প্রতিষ্ঠানের পলিসি বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করুন এবং নিজেকে এডজাস্ট করার চেষ্টা করুন। নিজের প্রতি আস্থা রাখুন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে থাকুন আত্মবিশ্বাসী আর নির্ভয়।

 
 

শহীদ

×