ছবি: প্রতীকী
আগের যুগে বউকে পালকিতে চড়ানো হতো কেন জানেন? আসুন একটা গল্পের মাধ্যমে পুরো ঘটনাকেত শুরু করা যাক।
বিয়ের দিন সকাল থেকেই বাবার মুখটা একটু ভারি হয়েছিলো। বাড়ির উঠানে জমায়েতের মাধ্যমে একবার ডেকে নেন তিনি। চোখে মুখে গাম্ভির্যের ছাপ। কিন্তু চোখে মায়া। কাছে ডেকে ছেলের মাথায় হাত রেখে বলেন, আজ তোর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তুই আজ শুধু একটা মেয়েকে ঘরে আনছিস না। আনছিস তার পুরো পৃথিবীটাকে।
বাবা ছেলেকে বললো শোন, আজ কিছু কথা বলি তোকে। এগুলো সব সময় মনে রাখিস। জীবন বদলে দেবে। ছেলে বাবার দিকে তাকিয়ে থাকে মনোযোগ দিয়ে।
বাবা বলেন, আগেকার দিনে নতুন বউকে পালকিতে করে ঘরে আনতো কেন জানিস? উত্তরে ছেলে বলে না। পালকিতে করে নতুন বউকে আনা হতো শুধু দেখানোর জন্য না। সম্মানের জন্য। তাকে সারা জীবন এই সম্মানে রাখা হবে।
পালকি থেকে নামার পর যেন এই সম্মান না কমে। আরকটা কথা। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা মা-বাবার জন্য নয়। তার মনের মধ্যে এক অজানা ভয় থাকে। নতুন সংসারে কি হবে। নতুন মানুষগুলো কেমন হবে? তুই দেখিস। তার এই কান্না যেন জীবনের শেষ কান্না হয়। এরপর সে আর শুধু কাঁদবে দুটি কারণে। এক মা হওয়ার আনন্দে। আর তুই মারা যাওয়ার আনন্দে।
ছেলের চোখ নেমে আসে। বাবার কন্ঠ তখন আরো গভীর হয়ে উঠে। মাঝখানের সব কষ্ট আর সুখ তুই নিজের হাতে মুছে দিবি। এটা তোর দায়িত্ব। সংসার মানে শুধু খাওয়া দাওয়া আর সংসারের খরচ চালানো নয়। তাকে যতটা সম্মান দিবি। সৃষ্টিকর্তা ততটা তোর উপরে মেহেরবান হবেন।
এবার একটু থেমে বাবা বলেন, মেয়েরা বেশি কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে। আমি অনেক বদমেজাজি। সেটা তো তুই জানিস। কিন্তু কোন দিন বলতে পারবে না যে, আমি তোর মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছি। এর কারণ কি তুিই জানিস। তোর মা ঘরকে ঘর বানিয়েছে।
সংসার মানে শুধু মানুষ নয়। সেখানে সুখ শান্তি থাকতে হয়। সেটা তুই ও তোর স্ত্রীর জন্য করবি। বাবা এবার একটু হাসলেন। আরেকটা কথা বউয়ের মা-বাবাকে কখনো শশুড়-শাশুড়ি ডাকবি না। তাদের মা আর বাবা ডাকবি। তুই যদি ওদের সম্মান দিস। তাহলে বউ আমাদেরকে একইভাবে সম্মান দিবে। তোর বউ আমাদের মা-বাবা ডাকার সাহস পাবে। বাবা আরোও বলেন, সৃষ্টিকর্তার পাল্লা সমান। তুই যা করবি। আল্লাহ তার প্রতিদান দিবেন। একজন নারীর কাছে অন্যায় করা মানে সৃষ্টিকর্তার কাছে নিজের পথ বন্ধ করা। তাই স্ত্রীর সাথে এমন ব্যবহার করবি। যাতে করে তোর বউ নিজেকে পালকিতে বসা রানীর মতো মনে করে।
শহীদ