ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

যতই ঝড় হোক মনকে শান্ত রাখুন!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

যতই ঝড় হোক মনকে শান্ত রাখুন!

মনকে শান্ত রাখুন

প্রকৃতিতে দেশ ভেদে তুষার ঝড় প্রবাহিত হয়।  কখনো কখনো আমাদের মনের মধ্যেও ঝড় প্রবাহিত হয়।  কিন্তু ঝড়কে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু না। এটা সম্ভব না।  

আমরা যে কাজকে করতে পারি। সেটা হচ্ছে আমাদের মনকে শান্ত করতে পারি। 

আপনি যদি নিজেকে শান্ত করতে পারেন। তাহলে দেখবেন যে, ঝড় তার আপন গতিতেই থেমে গেছে। সেটা প্রকৃতিরই হোক অথবা আপনার মনের ভেতরেই হোক।

শহীদ

×